এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,০১ আগস্ট : পাকিস্তানি সুন্নি মুসলিমদের নিশানায় শুধুমাত্র সংখ্যালঘু হিন্দু বা খ্রিস্টানরাই থাকে না, তাদের নিশানায় থাকে স্বধর্মীয় শিয়া সম্প্রদায়ের লোকজনও । সম্প্রতি শিয়াদের উপর একটা মারাত্মক হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । এমনকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সগুলির উপরেও সুন্নি মুসলিমরা আক্রমণ করে বলে অভিযোগ । পাকিস্তান আনটোল্ড নামে একটা এক্স হ্যান্ডেলে অ্যাম্বুলেন্সের উপর হামলার ভিডিও শেয়ার করে লেখা হয়েছে,’পাকিস্থানের পারাচিনারে সুন্নি মুসলিম গোষ্ঠীর হাতে ৫০ জন শিয়া খুন । খবরটি চেপে যাওয়া হয়েছে, ‘সামান্য জমি বিরোধ’ বলে রিপোর্ট করা হচ্ছে । আহতদের বহনকারী অ্যাম্বুলেন্সগুলিতেও আক্রমণ করা হয়েছে যাতে নিশ্চিত হওয়া যায় যে কোনও শিয়া জীবিত না থাকে । সুন্নি পাক শিয়া জিন্নাহ দ্বারা তৈরি করা হয়েছিল কারণ হিন্দু ছিল মন্দ।’ তবে ঘটনাটি কবে ঘটেছিল তা জানানো হয়নি ।
একই এক্স হ্যান্ডেলে অন্য একটি পোস্টে বলা হয়েছে, সিন্ধু প্রদেশের রাকরো এলালার নাঙ্গারপারকার এলাকায় একই গাছের ডাল থেকে নীলন (১৬) এবং মারওয়ান (১৪) নামে দুই হিন্দু কিশোরী বোনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । তারা আত্মহত্যা করেছে বলে দাবি করে লেখা হয়েছে,’একই গাছে ঝুলন্ত অবস্থায় পাকিস্তানি হিন্দু নাবালিকা বোনের মৃতদেহ পাওয়া গেছে। নাবালিকা পাকিস্তানি হিন্দু মেয়েরা ধর্মান্তর ও নিকাহের জন্য মুসলিম পুরুষদের দ্বারা লক্ষ্যবস্তু। ফলস্বরূপ, অভিভাবকরা সপ্তম শ্রেণীর পর তাদের পড়ালেখা বন্ধ করে দেয় এবং তাদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, যার ফলে এই মেয়েদের মধ্যে বিষণ্নতার হার চরম বেড়ে যায় ।’।