এইদিন ওয়েবডেস্ক,ম্যাঙ্গালুরু,২৬ ডিসেম্বর : শনিবার রাতে সুরতকলের কাছে কাটিপাল্লার চতুর্থ ব্লকে আব্দুল জলিল (৪৫) নামে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় ২ মহিলা সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ম্যাঙ্গালোর সিটি পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ভিন ধর্মের এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল জলিলের । যে কারণে মহিলার পরিবার-পরিজন ও ওই ব্যাবসায়ীর মধ্যে একটা ঝামেলা হয়েছিল । তারপর ঘটনার দিন মহিলার পরিবারের দুই পুরুষ জলিলের ওপর হামলা চালালে সে পালানোর চেষ্টা করে । কিন্তু তিনি নিচে পড়ে যান । আর তখন দু’জন মিলে জলিলকে কুপিয়ে হত্যা করে । যদিও পুলিশ কমিশনার এন শশীকুমার হত্যার পেছনের উদ্দেশ্য সম্পর্কে তথ্য দিতে রাজি হননি। তিনি জানিয়েছেন,হত্যাকাণ্ডের প্রমান খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
এদিকে, নিহতের পরিবারের সদস্যরা মৃতদেহ নিতে অস্বীকার করে । তারা জেলা কালেক্টর এমআর রবিকুমারের অফিসে গিয়ে দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানায় । পরে রবিকুমার ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তদন্তের আশ্বাস দিলে মৃতদেহটিকে একটি অ্যাম্বুলেন্সে করে পাঞ্জিমোগারু মসজিদে নিয়ে যাওয়া হয় । যেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় ।।