আজিজুর রহমান,গলসি(পূর্ব বর্ধমান),০২ জুলাই : পূর্ব বর্ধমান জেলার গলসির উচ্চগ্রামে বিয়ে বাড়িতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৪৪ জন মানুষ । তাদের মধ্যে পুরুষ ও মহিলা ছাড়াও কয়েকজন শিশুও রয়েছে । জানা গেছে, গলসি উচ্চগ্রামের বুধুন বাগদীর ছোট ছেলে জয়ন্ত বাগদীর বিয়ে হয়েছিল আউশগ্রামের মাঝের গ্রামের বাসিন্দা যাদব বাগদীর মেয়ে শিখার সঙ্গে । শুক্রবার ছিল প্রীতিভোজ । সকাল ১০ টা নাগাদ নিমন্ত্রিতদের মুড়ি, কুমোডোর তরকারী সাথে বোন্দে জলখাবার দেওয়া হয় । আর তা খাওয়ার পরই সকলের বমি ও পায়খানার উপসর্গ শুরু হয় বলে খবর ।
জানা গেছে, ঘটনার খবর পেতেই চিকিৎসক দল নিয়ে ঘটনাস্থলে পৌছন ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ফারুক হোসেন । আসে গলসি থানার পুলিশ । শেষে ১০ শিশুসহ ৪৪ জন অসুস্থকে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এনে চিকিৎসা করা । সেই সঙ্গে বিয়ে বাড়ির আশপাশের বাড়িগুলিতে ওষুধ বিতরন করা হয় । এলাকার বিভিন্ন জায়গায় ব্লিচিং ছড়ানো হয় । বন্ধ করে দেওয়া হয় পাড়ার নলকূপটি । পাশাপাশি মানুষকে সতর্ক করতে প্রচারও চালান স্বাস্থ্য বিভাগের কর্মীরা । খাবারে বিষক্রিয়ার কারনেই এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান বলে জানিয়েছেন ব্লক মুখ্যস্বাস্থ্য আধিকারিক । তিনি জানিয়েছেন,সকলেই বিপদন্মুক্ত ।
এদিকে খাবার না খাওয়ায় কারনে বর ও কনে সুস্থ রয়েছেন । তবে ঘটনার জেরে রাত্রের প্রীতীভোজের অনুষ্ঠান বাতিল ঘোষণা করে দিয়েছে বরপক্ষ ।।