এইদিন ওয়েবডেস্ক,মাঙ্গাফ (কুয়েত),১২ জুন : কুয়েতের দক্ষিণাঞ্চলীয় শহর মাঙ্গাফের একটি ভবনে আগুন লেগে অন্তত ৪১ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে । অগ্নিদগ্ধ হয়েছে আরও অন্তত ৫০ জন । কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,এই মর্মান্তিক ঘটনায় অন্তত চার ভারতীয়ও নিহত হয়েছেন। ওই ভবনে বিপুল সংখ্যক মালায়ালাম মানুষ বসবাস করতেন। মৃতদের মধ্যে দুজন তামিলনাড়ুর এবং দুজন উত্তর ভারতের বাসিন্দা। যদিও কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি । কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য কাছাকাছি কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মন্ত্রণালয় বলেছে, অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য চিকিৎসা দলগুলো সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।
জানা গেছে,আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রমিক শিবিরের রান্নাঘরে আগুন লাগে । কেউ কেউ আগুন দেখে তাদের অ্যাপার্টমেন্ট থেকে লাফ দেয় । কিন্তু তাদের মৃত্যু হয়। অন্যরা পুড়ে এবং ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে মারা যায়। প্রাথমিকভাবে গোডাউনের যথেচ্ছভাবে সামগ্রী মজুত রাখা,প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত রাখা,অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব এবং দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপ না দেওয়াকে দায়ি করা হচ্ছে ।।