প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ আগষ্ট : সমবায় ব্যাঙ্ক শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেফতার হল এক সিভিক ভলেন্টিয়ারসহ ৪ জন । পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে । ধৃতরা হল চন্দন বন্দ্যোপাধ্যায় বিপুল শিকারি, আকাশ রায় ও অসীম মণ্ডল। মেমারি থানার দলুই বাজার এলাকা নিবাসী চন্দন মেমারি থানার সিভিক ভলান্টিয়ার। বাকি ধৃতরা মেমারির পারিজাতনগর এলাকার বাসিন্দা ।
ব্যাঙ্ক ডাকাতির চেষ্টার ঘটনায় মামারি থানার পুলিশ মঙ্গলবার রাতে সঞ্জু ঘোষ, অভিজিৎ দে, শেখ জাবেদ ওরফে চিঙ্কা, বাপি মণ্ডল ও অভিজিৎ দত্তকে গ্রেপ্তার করে। তাদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সহ চার জনের জড়িত থাকার কথা জানতে পেরে তাদের গ্রেপ্তার করে । চার ধৃতকেই পুলিশ এদিন পেশ করে বর্ধমান আদালতে । সিজেএম ধৃতদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে ১ সেপ্টেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়ছে , মঙ্গলবার গভীর রাতে মেমারির ডাকাত দভ রসুলপুরে সাহানুই এসকেইউএস সমবায় ব্যাঙ্কের শাখা অফিসে হানা দেয় । তারা ব্যাঙ্কের সাটার ভেঙে ভিতরে ঢোকে ।ব্যাঙ্কের আধিকারিক পার্থ দে বাড়িতে বসেই তাঁর মোবাইলের সিসি ক্যামেরার ফিড থেকে ডাকতদের ব্যাঙ্কে ঢোকার বিষয়টি জানতে পারেন। ততক্ষনাৎ তিনি মেমারি থানায় ঘটনার কথা জানান । খবর পেয়েই মেমারি থানার ওসি দেবাশিষ নাগের নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত ওই ব্যাঙ্ক শাখার উদ্দেশ্যে রওনা দেন। তখন ডাকাতরা ব্যাঙ্কের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করছিল । পুলিশ সেখানে পৌছে প্রথমেই চারজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে আরও এক ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে যায় ।এই পাঁচ জনকে হেপাজতে নিয়ে জেরা চালিয়েই পুলিশ ব্যাঙ্ক ডাকাতির চেষ্টায় সিভিক ভলেন্টিয়ার সহ চারজনের জড়িত থাকার কথা জানতে পারে ।।