এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১৮ জুলাই : আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে৷ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনের ১৫ টি বগি লাইনচ্যুত হয়েছে। বেশিরভাগই এসি কোচ । দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু এবং ২০-২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উত্তর প্রদেশের রিলিফ কমিশনার, জিএস নবীন কুমার । জানা গেছে,গোন্ডা-গোরখপুর রেলপথের মতিগঞ্জের কাছে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের বগিগুলো লাইনচ্যুত হয় । বগিগুলো উল্টে যাওয়ার পর আহত যাত্রীরা যন্ত্রনা ও উদ্ধারের জন্য চিৎকার করে লোকজনকে ডাকাডাকি করেন । প্রথমে ট্রেনের অন্য কোচের লোকজন সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং ভেতরে আটকে পড়া লোকজনকে বের করেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেন। আহতদের সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো শুরু হয় ।
গোন্ডা ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রী জানিয়েছেন,’জেলা প্রশাসনের কর্মকর্তাদের ত্রাণ ও উদ্ধার তৎপরতা যুদ্ধকালীন ভিত্তিতে পরিচালনা এবং আহতদের সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে হাসপাতালে নিয়ে গিয়ে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।’ তিনি টুইট করেছেন,’আহতদের দ্রুত আরোগ্যের জন্য ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি ।’।