শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ ফেব্রুয়ারী : ৩১ ফুটের রাধা রাধাকৃষ্ণ মূর্তি ও পাগলা গারদের নজরকাড়া থিমে বিশেষ আকর্ষণ পূর্ব বর্ধমানের ভাতারের ঝুজকাডাঙ্গা সম্প্রীতি সংঘের সরস্বতী পুজোয় । ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সোমবার সন্ধ্যায় এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সান্তনু কোনার । সঙ্গে ছিলেন বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শর্মিলা ঘোষ, ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার হুই, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জুলফিকার আলী, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, সমাজসেবী শুভ্রাংশ বুট, রমেন মন্ডল সহ অন্যান্যরা।
ভাতারের ঝুজকাডাঙ্গা সম্প্রীতি সংঘের সরস্বতী পুজো এবার ষষ্ঠ তম বর্ষে পদার্পন করল । সমাজের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এই পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোর মুল উদ্যোক্তা স্কুলের শিক্ষক মিসকিন মন্ডল। তিনি বলেন, ‘রাধা কৃষ্ণের যুগলবন্দী যেমন সমাজেকে ভালোবাসার বার্তা দিয়েছে। ঠিক সেই ভাবেই সমাজে ভালবাসার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ৩১ ফুটের রাধাকৃষ্ণ মূর্তির পুজোর থিমের চিন্তাভাবনা নেওয়া হয়েছে। অন্যদিকে সমাজে যুব সম্প্রদায় মোবাইল গেমে আকৃষ্ট হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে সচেতনতার বার্তা দিতে মেন্টাল হসপিটাল থিমে তা ফুটিয়ে তোলা হয়েছে।’
পুজো উপলক্ষে গ্রামে বসেছে মেলা কয়েকদিন যাবত রয়েছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান ।তবে এবারের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে জেলার বিভিন্ন প্রান্তের ইউটিউবারদের নিয়ে মিলনমেলা। মিসকিন মন্ডলের এই অভিনব চিন্তাভাবনাকে প্রশংসা করেছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সান্তনু কোনার।
তিনি বলেন,’বিভিন্ন ধর্মের মৌলবাদীদের যেমন একদিকে আক্রোশ, হানাহানির বার্তা রয়েছে অন্যদিকে ঠিক মিশকিনের মতো লক্ষ লক্ষ ভারতবাসী ভারতবর্ষের সম্প্রীতি অটুট রাখতে লড়াই দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে মিসকিনের যে মানবিক মুখ ফুটে ওঠে তা ভাতারবাসীর কাছে একটা গর্বের।’আগামী দিনের এই ভাবধারা এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি ।পাশাপাশি বাগদেবীর কাছে ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে জ্ঞানের আলো পৌঁছানোর কামনা করেন।।