এইদিন ওয়েবডেস্ক,মালদা, ২৮ মে : প্রাকৃতিক দুর্যোগের শিকার দুই শিশু সহ এক প্রৌঢ়া। দুই নাতিকে নিয়ে ঘুমে আছন্ন ছিলেন ঠাকুরমা।শোবার ঘরের মধ্যেই মাঁচায় রাখা ছিল সারাবছরের রসদ কয়েক বস্তা ধান।লাগাতার ঝড়বৃষ্টির ফলে ঘরের একাংশ ধ্বসে গিয়ে মাচা নরবড়ে হয়ে যায়।আর ধানের বস্তাগুলি চাপা পড়ে একসাথে মৃত্যু হল প্রৌঢ়া ও তার দুই নাতির।বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল ২ ব্লকের ললিয়াবাড়ি গ্রামে৷এলাকায় শোকের ছায়া। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে আসেন মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বকশি৷ তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দেহ তিনটি সৎকারের ব্যবস্থাও করেন বিধায়ক ৷পুলিশ জানায় মৃতদের নাম তানু সোরেন (৫০), রোহিত টুডু (৭) ও রাহুল টুডু (৫) ।
ঘুর্ণিঝড় যশের প্রভাবে গতকাল সকাল থেকেই জেলা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়৷স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তানু৷ তাঁদের পাশেই বাঁশের মাচায় রাখা ছিল বড় বড় ধানের বস্তা৷ বৃষ্টিতে ঘরের একাংশ ক্ষতিগ্রস্থ হওয়ায় বাঁশের মাচা বসে যায়৷ তাতেই ধানের বস্তাগুলি তিনজনের উপর পড়ে যায়৷ পরিবারের কর্তা দশরথ টুডু বস্তাগুলি সরানোর চেষ্টা করেন৷কিন্তু পারেননি৷ তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরাও৷ সবাই মিলে ধানের বস্তা সরিয়ে দেখেন, ততক্ষণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনেরই ।।