আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৪ আগস্ট : বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ জানায়,ধৃতদের নাম আলাউদ্দিন শেখ (২৮), রোহিত গোস্বামী(৩৫) ও রাহুল যাদব(৩০) । ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি কাটোয়া থানা এলাকায় । তৃতীয় জন দুর্গাপুরের বাসিন্দা । শুক্রবার গভীর রাতে মঙ্গলকোটের নতুনহাটে অজয় নদের উপর লোচন দাস সেতু থেকে তাঁদের গ্রেফতার করা হয় । ধৃতদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ ওই গাঁজাসহ একটি টাটা ইন্ডিকা গাড়ি আটক করেছে । শনিবার ধৃতদের আদালতে তুলে পুলিশ গাড়ি চালক আলাউদ্দিন শেখকে ৩ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় ।
নতুনহাটে বাদশাহী রোডের উপরেই রয়েছে লোচনদাস সেতু । বর্ধমানের সঙ্গে বীরভূম ও মুর্শিদাবাদ জেলার সঙ্গে সংযোগ রক্ষা করছে সেতুটি । ফলে এই সেতুতে যেমন যানবাহনের প্রচুর চাপ থাকে তেমনি থাকে পুলিশের কড়া নজরদারিও । প্রতিদিন রাতে লোচনদাস সেতুতে রুটিন নাকা চেকিং চালায় মঙ্গলকোট থানার পুলিশ ।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে মঙ্গলকোট থানার এসআই প্রণব কুমার নন্দী ও উত্তম মন্ডলের নেতৃত্বে পুলিশবাহিনী যথারীতি সেতুতে নাকা চেকিং চালাচ্ছিলেন । সেই সময় বীরভূমের দিক দিকে ওই টাটা ইন্ডিকা গাড়িটি বর্ধমান মুখে যাচ্ছিল । সেতুর উপরে এলে পুলিশ গাড়িটি আটকায় । তখন গাড়িতে ছিল চালক আলাউদ্দিন শেখ ছাড়াও রোহিত গোস্বামী ও রাহুল যাদব নামে ধৃত দুই ব্যক্তি । পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে । কিন্তু তারা অসংলগ্ন কথাবার্তা বলায় গাড়িতে তল্লাশি চালাতেই দুটি বস্তা নজরে পড়ে পুলিশের । পুলিশ বস্তা খুলতেই বুঝতে পারে তাতে গাঁজা ভর্তি আছে । দুটি বস্তা মিলিয়ে প্রায় ২৭ কেজি গাঁজা ছিল বলে জানা গেছে ।
এই বিপুল পরিমান মাদক তারা কোথা থেকে এনেছে ও কোথায় পাচার করতে যাচ্ছিল তা ধৃত গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । ।