এইদিন ওয়েবডেস্ক,হাতরাস(উত্তরপ্রদেশ),০২ জুন : আজ মঙ্গলবার একটি মর্মান্তিক দুর্ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাতরাসে(Hathras) ‘সৎসঙ্গ’ (ধর্মীয় অনুষ্ঠান) চলাকালীন পদদলিত হয়ে ২৭ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে রতিভানপুর (Ratibhanpur)গ্রামে । দুর্ঘটনার সময় ভক্তদের একটি বিশাল ভিড় জমায়েত হয়েছিল । সেই সময় আচমকা হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয় বহু মানুষ । হাতরাসের চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) উমেশ কুমার ত্রিপাঠির জানান,এখন পর্যন্ত ২৭ জন মৃতদেহ মর্গে পৌঁছেছে, যার মধ্যে ২৫ জন মহিলা এবং দু’জন পুরুষ রয়েছে। অনেক আহতকেও ভর্তি করা হয়েছে।’ বিপর্যয়ের মাত্রা সম্প্রদায়কে হতবাক করে দিয়েছে, অনেকে অনুষ্ঠানে ভিড় ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে ।
কর্তৃপক্ষ বর্তমানে পদদলিত হওয়ার সঠিক কারণ অনুসন্ধান করছে এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখছে । ঘটনার পর জরুরী পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে, এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।নিহত ও আহতদের পরিবারকে সহায়তা দিতে কাজ করছে জেলা প্রশাসন। উত্তরপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং এই কঠিন সময়ে সাহায্য ও সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর রতিভানপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।