জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),১৯ জুলাই : যতই মেধাবী ছাত্র হোক অথবা নিয়মিত পড়াশোনা করুক না কেন তবুও চূড়ান্ত পরীক্ষার আগে শেষবারের মত বইয়ের পাতায় চোখ বোলাতেই হবে। এযেন অনেকটাই সেইরকম। গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কুশল মুখার্জ্জীর নেতৃত্বে তৃণমূলের সমস্ত স্তরের ও শাখা সংগঠনের নেতা-কর্মীরা প্রায় সারা বছর ধরে নিয়মিত জনসংযোগের কাজটা করেই থাকে। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে কাউন্সিলররা। তারপরও প্রস্তুতিতে যাতে নুন্যতম ফাঁক না থাকে সেটা দেখে নেওয়ার জন্য ১৯ শে জুলাই গুসকরায় বের হয় বিশাল মিছিল।
আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই হতে চলেছে তৃণমূলের ঐতিহাসিক ‘অমর শহীদ দিবস’ ২১ শে জুলাই স্মরণ। এবছর আবার তৃণমূলের কাছে দিনটির গুরুত্ব খুবই বেশি। করোনার আতঙ্ক কাটিয়ে দু’বছর পর লক্ষ লক্ষ দলীয় সমর্থকদের উপস্থিতিতে কেন্দ্রীয় সমাবেশ হতে চলেছে। তাছাড়া বিজেপির সর্বাত্মক প্রয়াসকে রুখে দিয়ে তৃতীয়বারের জন্য এই রাজ্যে তৃণমূল ক্ষমতা লাভ করে। ফলে একটা আলাদা উদ্দীপনা।
তাইতো দিনটিকে সফল করার জন্য তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। প্রায় প্রতিদিন পাড়ায় পাড়ায় অলিগলিতে চলছে প্রচার। সবার লক্ষ্য নিজ নিজ এলাকা থেকে সর্বাধিক সমর্থক নিয়ে যাওয়া। লক্ষ্য পূরণে পেছিয়ে নাই গুসকরা শহর তৃণমূল কর্মীরা।
২১শে জুলাই কে সামনে রেখে গুসকরা শহর তৃনমুল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে শহীদ দিবস উপলক্ষ্যে ‘ধর্মতলা চলো’ সফল করার জন্য আয়োজন করা হয় এক বিশাল মিছিলের। ৪.৩০ বাজতে না বাজতে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী-সমর্থকরা মিছিল করে গুসকরা বারোয়ারি তলায় এসে উপস্থিত হয়। নির্দিষ্ট সময়ের মিনিট পনেরো পর সেখান থেকে এই মিছিল শুরু হয়। বাসস্ট্যান্ড, স্কুল মোড়, হাসপাতাল, পৌরসভার পাশ দিয়ে পুনরায় বারোয়ারি তলায় এসে মিছিল শেষ হয়। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মিছিলের দৈর্ঘ্য এত বড় হয় যে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের বেগ পেতে হয়। যথেষ্ট দক্ষতার সঙ্গে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মিছিলে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি মলয় চৌধুরী, শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি উৎপল লাহা, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত শ্যাম, শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌম্যদীপ চ্যাটার্জ্জী ও গুসকরা মহাবিদ্যালয়ের ছাত্র নেত্রী মলি দাস, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, ভাইস চেয়ারম্যান বেলি বেগম সহ সমস্ত কাউন্সিলর ও বুথ সভাপতি এবং অন্যান্য পদাধিকারীরা।
উপস্থিত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুশল বাবু বললেন, ‘আমাদের লক্ষ্য আসন্ন শহীদ দিবসে গুসকরা শহর থেকে প্রচুর সংখ্যক তৃণমূল সমর্থকদের নিয়ে যাওয়া। যেভাবে মানুষ সাড়া দিচ্ছে তাতে আমাদের আশা লক্ষ্য পূরণ হবেই।’।