এইদিন ওয়েবডেস্ক,পম্পেই,৩১ মে : ইতালির প্রত্নতাত্ত্বিকরা পম্পেই শহর থেকে তিনটি নরকঙ্কাল উদ্ধার করেছে । পম্পেই হল রোমের একটি প্রাচীন শহর এবং ২,০০০ বছর আগে আগুনে ধ্বংস হয়ে গিয়েছিল । প্রত্নতাত্ত্বিকদের অনুমান,সেই সময় ওই তিনজন পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছিল । কিন্তু একটা দোতলা বাড়ির ছাদ ভেঙে তাদের ওপর ভেঙে পড়ে এবং তারা চাপা পড়ে যায় । সম্প্রতি পম্পেইয়ের রেজিও এলাকায় নতুন খনন কাজ করার সময় ওই ৩ জনের নরকঙ্কার উদ্ধার হয় । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,উদ্ধার হওয়া কঙ্কালগুলির মধ্যে দুটি মহিলার এবং একটি তিন থেকে চার বছর বয়সী শিশুর ।
পম্পেই প্রত্নতাত্ত্বিক কর্মকর্তারা বলেছেন যে নতুন আবিষ্কৃত ওই এলাকাটি একটি লন্ড্রি এলাকা ছিল । সেখানে রান্না করা ও খাবার পৃথক ঘর রয়েছে । ওই ঘরগুলি থেকে একটি কাজের টেবিল ও একটি রঞ্জক পাত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা । যদিও এখনো খনন কাজ চলছে এবং আরও কিছু প্রাচীন সামগ্রী উদ্ধার হতে পারে বলে মনে করছেন তাঁরা ।
প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কৃত বাড়ির করিডোরে দুটি কক্ষও আবিষ্কার করেছেন যাতে প্রাচীন রোমের উদাহরণ চিত্রিত দেয়ালচিত্র রয়েছে । প্রসঙ্গত, পম্পেই ছিল প্রাচীন রোমের একটি উন্নত শহর, যা প্রায় দুই হাজার বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ধ্বংস হয়ে গিয়েছিল বলে জানা যায় ।।