এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৫ আগস্ট : মধ্য ইসরায়েলের তেল আবিবে রবিবার সকালে এক ফিলিস্তিনি সন্ত্রাসীর ছুরি হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশের গুলিতে ওই সন্ত্রাসবাদীও নিকেশ হয়েছে । ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, তেল আবিব মেট্রোপলিটন এলাকা হলনের উলফসন হাসপাতালে সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি মারা গেছে। এর আগে পত্রিকাটি জানিয়েছিল, ছুরি হামলায় একজন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় ৬০ এবং ৩০ বছর বয়সি দুই জন গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া ২৬ বছর বয়সি এক যুবক মাঝারিভাবে আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী সন্ত্রাসী হলনের একটি পেট্রল পাম্পের কাছে লোকজনকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে ।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে। গাজার পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্কেও ইসরায়েলি বাহিনীর হামলায় সন্ত্রাসী গোষ্ঠী হামাস এবং হামাসের সমর্থক ফিলিস্তিনিরা নিহত হচ্ছে । হামাস পরিচালিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৬০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫ হাজার ৪০০ জন আহত হয়েছে। গত ১৯ জুলাই মতামতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একজন মুসলিম বিচারক ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা করে বিতর্কে জড়ান । এছাড়াও তিনি ওয়েস্ট ব্যাঙ্ক এবং পূর্ব জেরুজালেমে বিদ্যমান সমস্ত ইহুদি বসতি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন । যদিও তার এই পক্ষপাতিত্বমূলক রায়কে বিশেষ আমল দেয়নি ইসরায়েল ।।