প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ মে : প্রবল বজ্রপাতে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় মৃত্যু হল দু’ জনের ।এই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে জেলার জামালপুর ও খণ্ডঘোষ থানা এলাকায় । মৃতরা হলেন সঞ্জয় পরামাণিক (২৯) ও শরিফ মুন্সি (২০)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে এদিনই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে পাঠিয়েছে । যুবকদের এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁদের পরিবার পরিজন ।
পুলিশ জানিয়েছে , জামালপুর থানার আবুজহাটি-১ পঞ্চায়েতের নওহাটি গ্রামে সঞ্জয় পরামাণিকের বাড়ি । গোটা রাজ্যের পাশাপাশি এদিন দুপুরে জামালপুর থানা এলাকাতেও প্রবল ঝড় এবং বজ্রবিদ্যুত সহ ভারি বৃষ্টিপাত শুরু হয়। তখন নওপাড়ার বাসিন্দা সঞ্জয় পরামাণিকের বড়ির পোষ্য গরু গুলি মাঠেই বাঁধা ছিল । গরু গুলিকে বাড়িতে আনার জন্যে সঞ্জয় বৃষ্টির উপেক্ষা করে মাঠে ছুটে যায় ।গরু গুলিকে নিয়ে বাড়ি ফেরার সময়ে বজ্রপাতে জখম হয়ে সঞ্জয় পথে লুটিয়ে পড়ে ।এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় পরামাণিককে মৃত ঘোষণা করেণ । অপর মৃত যুবক শরিফ মুন্সির বাড়ি খণ্ডঘোষ থানার শাঁখারী-২ পঞ্চায়েতের কুঞ্জনগর গ্রামে।
পরিবার সদস্যরা জানিয়েছেন ,ঝড় বৃষ্টির ও বজ্রপাতের মধ্যেই শরিফ এদিন দুপুরে জমিতে চাষের কাজ করছিল । ওই সময়ে বজ্রপাতে মারাত্মক জখম হয়ে সে জমিতে লুটিয়ে পড়ে ।স্থানীয় ও পরিবার সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরিফ মুন্সিকে মৃত বলে ঘোষনা করেন ।।