এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৪ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বিরুরি গ্রামের কাছে বাইক ও স্করপিও গাড়ির সংঘর্ষে মৃত্যু হল দুজনের । আজ রবিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে । পুলিশ মৃতদের মুর্শিদাবাদ জেলার বড়েঞা থানার পাঁচথুপী গ্রামের বাসিন্দা সুজন শেখ (১৮) এবং মুর্শিদাবাদের ভরতপুর থানার বিন্দারপুরের বাসিন্দা খোকাবাবু শেখ (২১) বলে চিহ্নিত করেছে । পথদুর্ঘটনা অল্পবিস্তর জখম হয়েছে কাটোয়ার করজগ্রামের বাসিন্দা চৌধুরী আব্দুল ওমর ফারুক নামে স্করপিও চালকও ।
জানা গেছে,আজ দুপুরে চৌধুরী আব্দুল ওমর ফারুক নিজের স্করপিও গাড়ি চালিয়ে কেতুগ্রামের আনখোনা গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী আসরুফা খাতুন এবং ছয় মাসের সন্তান। বিরুরি বাসস্ট্যান্ড পেড়িয়ে দিঘিরপাড়ের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা একটা মোটরসাইকেলের সঙ্গে স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । বাইকে ছিলেন সুজন শেখ ও খোকাবাবু শেখ ৷ ঘটনাস্থলেই তাদের মধ্যে একজনের মৃত্যু হয় । অপরজনকে উদ্ধার করে কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যায় আশপাশের কৃষি জমিতে কাজ করা কয়েকজন কৃষক ও কৃষি শ্রমিকরা । কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরও মৃত্যু হয়। এই ঘটনার জন্য স্করপিও গাড়ির চালককেই দায়ি করেছেন প্রত্যক্ষদর্শী । তাদের দাবি, চারচাকা গাড়ি রাস্তার ডানদিকে ঘেঁষে গিয়ে বাইকে ধাক্কা দিয়েছে । যদিও এই অভিযোগ মানতে চাননি গাড়ি চালক । তার পালটা দাবি যে বেপরোয়া গতিতে বাইক চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে ।।