এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৮ জানুয়ারী : ইউক্রেনে একটি ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী তথা ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির (Denys Monastyrsky) সহ ১৮ জনের মৃত্যু হয়েছে । বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ব্রোভারিতে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় । নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে এবং ২৯ জন আহত হয়েছে ।
পুলিশ জানিয়েছে,স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির সঙ্গে উপমন্ত্রী ইয়েভেন ইয়েনিন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন । হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নির্ণয়ের চেষ্টা চলছে । প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ডেপুটি চিফ অফ স্টাফ কিরিলো টিমোশেঙ্কো একটি অনির্দিষ্ট যুদ্ধ অঞ্চলের কথা উল্লেখ করে বলেন,’প্রতিনিধিদলটি একটি উত্তপ্ত স্থানে যাচ্ছিল ।’
সপ্তাহান্তে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলায় একটি নয় তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধূলিস্যাৎ হয়ে গেছে । ওই ঘটনায় ছয় শিশুসহ কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে । এখনো ধ্বংসস্তুপের মধ্যে মানুষ চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে । কর্তৃপক্ষ এখনও ধ্বংসাবশেষ পরিষ্কার করছে । ইউক্রেনের এয়ার কমান্ড জানিয়েছে যে ক্ষেপণাস্ত্র হামলাটি রাশিয়ার দূরপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছিল ।।