এইদিন ওয়েবডেস্ক,সৌদি আরব,১৭ জুন : প্রচণ্ড গরমের কারণে সৌদি আরবের মক্কার কাছে ১৪ জন জর্দানিয়ান তীর্থযাত্রী মারা গেছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছে বলে খবর । রবিবার, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে যে হজের আনুষ্ঠানিকতার সময় প্রচণ্ড গরমের কারণে এই লোকদের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে তাপমাত্রা ১১০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে এবং জলবায়ু পরিবর্তন সেখানে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে।
এদিকে, সৌদি আরবের বার্তা সংস্থা গতকাল জানিয়েছে যে দেশটির চিকিৎসা কেন্দ্র হিটস্ট্রোকে আক্রান্ত ২২৫ হজযাত্রীর চিকিৎসা করেছে।
প্রতিবেদনে বলা হয়, এ বছর হজ অনুষ্ঠানে ১.৮ মিলিয়ন মানুষ অংশগ্রহণ করেছে । এর আগে ২০১৫ সালে হজ চলাকালীন অতিরিক্ত ভিড়ের কারণে ৭০০ জন প্রাণ হারিয়েছিল ।।