এইদিন ওয়েব ডেস্ক,মঙ্গলকোট,১৩ নভেম্বর ঃ হিমঘরের বিষাক্ত গ্যাস ভর্তি টিউবের ভাল্ব ফেটে গ্যাস ছড়িয়ে পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ওই হিমঘরের শ্রমিক সহ ১০ জন । শুক্রবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে ২-বি জাতীয় সড়ক পথের ধারে মঙ্গলকোট থানা এলাকার রামনগর গ্রামের কাছে । অসুস্থদের চিকিৎসার জন্য প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি ৯ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে রামনগর গ্রামের কাছে ওই হিমঘরের শ্রমিকরা যখম কাজে ব্যাস্ত ছিলেন সেই সময় আচমকা প্রবল শব্দে হিমঘরের বাতানুকুল যন্ত্রের ভাল্ব ফেটে যায় । তারপর চারিদিকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে থাকে । অ্যামোনিয়ার ঝাঁজালো গন্ধ পেতেই হিমঘরের শ্রমিক ও অনান্য কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । তারা নিরাপদ জায়গার সন্ধানে ছোটাছুটি শুরু করে দেন ।
জানা গেছে, গ্যাস টিউবের আশেপাশে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন । এছাড়া কিছুটা পাশেই একটি ঘরে শুয়ে ঘুমচ্ছিলেন ৪ জন শ্রমিক । তাঁরা সকলে বিষাক্ত গ্যাসের প্রভাবে সব থেকে বেশি অসুস্থ হয়ে পড়েন । এই ঘটনায় হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা। যদিও এই অভিযোগ মানতে চাননি হিমঘরের ম্যানেজার সজল মণ্ডল । তাঁর দাবি, ” প্রতিবছর বাতানুকুল যন্ত্রের গ্যাস টিউব রুটিন মাফিক পরীক্ষা করা হয় । এবছরও হয়েছে। এক্ষেত্রে আমাদের কোনও গাফিলতি নেই। তবে কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে।”