এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ জুন : এক সিপিএম কর্মীর শৌচাগারে মজুত বোমা বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ ধৃতকে কেতুগ্রাম থানার হাটমুড়গ্রামের সুদেব বৈরাগ্য বলে চিহ্নিত করছে । একই গ্রামের বাসিন্দা শ্যামল ঘোষ নামে ওই সিপিএম কর্মীর চাষবাসের কাজ দেখাশোনা করে সুদেব । জানা গেছে,সুদেব বৈরাগ্যের আদি বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা এলাকায় । বছর ১৫ আগে সে পরিবার নিয়ে হাটমুড়গ্রামে চলে আসে । তখন থেকেই সে ওই গ্রামেই বসবাস করছে । আজ রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
বিস্ফোরণের ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকালে । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শ্যামল ঘোষের বাড়ি সংলগ্ন তার পাকা শৌচাগারের ছাদ উড়ে যায় এবং দেওয়াল ভেঙে পড়ে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তদন্তে গিয়ে জানতে পারে যে শ্যামলদের শৌচাগারের মধ্যে বোমা মজুত করে রাখা হয়েছিল । পুলিশ শ্যামল ঘোষ,তার দাদা বিবেকানন্দ ঘোষ এবং ভাইপো কৃষ্ণানন্দ ঘোষের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে । তবে অভিযুক্তরা ঘটনার পর থেকেই উধাও হয়ে গেছে ।
এদিকে এই ঘটনায় সুদেব বৈরাগ্যের যোগসূত্র পেয়ে রবিবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ । প্রসঙ্গত, বিস্ফোরণের ঘটনার পর চরম অস্বস্তিতে পড়ে যায় সিপিএম নেতৃত্ব । সিপিএমের নেতারা শ্যামল ঘোষের সঙ্গে তাদের দলের কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করে৷ যদিও স্থানীয় বাসিন্দাদের কথায় শ্যামলের দাদা বিবেকানন্দ ঘোষ এলাকায় সিপিএমের হয়ে নেতৃত্বও দিতেন । শ্যামল ঘোষও সক্রিয়ভাবে সিপিএমের সঙ্গে যুক্ত ।।