দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ ডিসেম্বর : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় পূর্ব বর্ধমান জেলার ভাতার বিডিও অফিসে তুমুল বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা । সোমবার দুপুরে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিডিও অফিস চত্বর । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাতার থানার পুলিশবাহিনী । শেষে বিডিওর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
প্রশাসন সুত্রে খবর,ভাতার ব্লক এলাকায় ১৪ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে । ওই পঞ্চায়েতগুলি মিলে ৭৫৫৩ জন যোগ্য ব্যক্তির নামের একটি তালিকা সম্প্রতি পঞ্চায়েতগুলিতে পাঠানো হয়েছিল । কিন্তু তালিকা সামনে আসার পর গ্রামবাসীরা জানতে পারেন বহু মানুষের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বাদ চলে গেছে ।
জানা গেছে,বাদ যাওয়াদের মধ্যে বেশ কিছু অযোগ্য ব্যক্তির নামও রয়েছে । সরকার থেকে নতুন নির্দেশিকা আসার পর প্রশাসন থেকে সার্ভে করা হয় । তারপর ওই নামগুলিকে তালিকা থেকে বাদ দিয়ে দেয় প্রশাসন । এদিকে নাম বাদ চলে যাওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকায় । নাম বাদ যাওয়া এলাকার বিভিন্ন গ্রামের বেশ কিছু মানুষ এদিন বিডিও অফিসে এসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । শেষে বিডিও বিক্ষোভকারীদের সমস্যার বিষয় লিখিতভাবে জানানোর পরামর্শ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
ভাতারের বিডিও অরুন কুমার বিশ্বাস বলেন,’সার্ভের পর পঞ্চায়েতগুলিতে তালিকা পাঠানো হয়েছিল । গ্রামসভা সেই তালিকা ধরে ফের সার্ভে করছে । এখন পঞ্চায়েতের সার্ভের পরেও কিছু অযোগ্য ব্যক্তির নাম বাদ চলে যাচ্ছে । তারপরেও যদি কারোর অভিযোগ থেকে থাকে তাহলে তাদের তা লিখিতভাবে আমাকে দেওয়ার জন্য বলেছি ।’।