এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৭ নভেম্বর : টুইটারের নতুন সিইও ইলন মাস্কের পথেই এবার হাঁটতে চলেছেন ফেসবুকের প্যারেন্ট সংস্থা মেটার মালিক মার্ক ইলিয়ট জুকারবার্গ । ফেসবুকের প্যারেন্ট সংস্থা মেটা এবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে চলেছে । চলতি সপ্তাহেই এই ছাঁটাই কার্যক্রম শুরু হতে পারে বলে খবর । ফলে অনিশ্চয়তা ও তীব্র উদ্বেগের মধ্যে রয়েছেন মেটার কর্মীরা ।
সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই বড় আকারের ছাঁটাই শুরু করার পরিকল্পনা করছে মেটা প্লাটফর্ম ইনকর্পোরেটেড । সম্ভবত বুধবারের মধ্যে ছাঁটাই ঘোষণার পরিকল্পনা রয়েছে মেটা কর্তৃপক্ষের । আর এতে হাজার হাজার কর্মী প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে । তবে এনিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি মেটা কর্তৃপক্ষ ।
প্রতিবেদন অনুযায়ী,গত অক্টোবর মাসে চলতি বছরের আয়ব্যায়ের হিসাব করতে গিয়ে দেখা গেছে মেটার স্টক মার্কেট ভ্যালু অনেক কমে গেছে । বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাটিকে । যার জেরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্লাটফর্মগুলোতে নতুন কর্মী নিয়োগও স্থগিত রাখতে হয়েছে । সেই কারনে সংস্থার ব্যায় কমাতে গন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন জুকারবার্গ ।
এর আগে টুইটারের মালিকানা হাতে নেওয়ার পর গত শুক্রবার ব্যাপক কর্মী ছাঁটাই করেছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক । শুক্রবার একটি ই-মেইলের মাধ্যমে টুইটারের প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করে দেন তিনি । সংস্থার ব্যয় কমাতেই তাকে এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানিয়েছিলেন মাস্ক । এবার তাঁর দেখানো পথেই হাঁটতে চলেছেন মার্ক জুকারবার্গ ।।