এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,০৮ অক্টোবর : গত বছর উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি রাজবাড়ীর মোড়ে দুর্গাপূজা মণ্ডপের গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগাতে বাধ্য করিয়েছিল স্থানীয় পঞ্চায়েতেত তৃণমূলের প্রধান জিয়াউদ্দিন মোল্লা । একই জাগয়াতেই এবারেও দুর্গাপূজা হচ্ছে ৷ রাজবাড়ি মোড়ের বিশাল দুর্গামণ্ডপ এবারেও গেরুয়া রঙের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে । আজ মহাপঞ্চমীর দিন পূজোর উদ্বোধন করতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,প্রতিশোধ নিলাম…হিন্দুর বাচ্ছা ৷’
এদিন এদিন সন্দেশখালি রাজবাড়ীর মোড়ের দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠান কার্যত জনসভার রূপ নেয় । অনেক সাধুসন্তকে আমন্ত্রন জানানো হয়েছিল । তাঁদের সাথেই দেবীর চরণে পুষ্প নিবেদন করে পূজোর শুভ সূচনা করেন শুভেন্দু অধিকারী। পরে পূজো মন্ডপের পাশে মঞ্চে উঠে আমন্ত্রিত সন্ন্যাসীদের হাতে শ্রীমদভগবদগীতা, ফল সহ বেশ কিছু উপহার তুলে দেন তিনি । উপহার বিতরণ শেষে সন্ন্যাসীদের সামনে হাঁটু গেড়ে বসে তাঁদের প্রনাম করে । পরে ভাষণে তিনি বলেন, ‘আমাদের এই সন্ত সমাজ নিজেদের কাজ ফেলে এখানে এসেছে৷ কেন এসেছেন ? গতবারে জিয়ারউদ্দিন মোল্লা গেরুয়া কাপড় খুলিয়েছিলেন, সবুজ কাপড় পরিয়েছিলেন৷ কেমন আছেন মোল্লা সাহেব ?’
এরপর তিনি ‘চিরদিন কাহারো সমান নাহি যায়’ গানটি গাইতে থাকেন । গান শেষে শুভেন্দু বলেন,’এক বছর পরে গেরুয়া লাগিয়েছি…হিন্দুর বাচ্চা…হিন্দুর বাচ্চা মরে যায়নি । আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না…সনাতন আমরা । নিজের ধর্ম মানি অপর ধর্মকে শ্রদ্ধা করি । জিয়ারউদ্দিন মোল্লা আপনার কোন অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার । আমরা স্বামীজির শিষ্য ৷’ প্রসঙ্গত,গত ১২ মার্চ সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের সাগরেদ জিয়ারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে সিবিআইব। গত জুন মাসে সে জামিন পায় । তবে রেশন দুর্নীতি ও টাকা পাচার সহ বিভিন্ন মামলায় তার উপর নজর রয়েছে সিবিআই,ইডিসহ একাধিক এজেন্সির ৷ এদিকে শাহজাহান বর্তমানে জেলে । ফলে বর্তমানে এই তৃণমূল নেতা জিয়ারউদ্দিন মোল্লার সেই দাপট আর নেই ।
এদিকআরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রসঙ্গও তোলেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’আরজি করের কথা মনে আছে ? বিচার চাইতো ? ওপারে কুলতলিতে দশ বছরের বাচ্চা মেয়েকে কি করেছে এপারে খবর রাখেন তো ? ফাঁসি চাই ? আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ… তাই তো ?’
তিনি বলেন,’মা,দিদি,বোন,মেয়ে কারোর সুরক্ষা নাই বাংলায়। মা দুর্গা দেবী তুমি অভয়া শক্তি হয়ে আমাদের শক্তি দাও আমরা এদের শেষ করব ৷’ এরপরে শুভেন্দু বলেন,’আজ মায়েদের হাতে কিছু বস্ত্র অর্ঘ্য হিসেবে তুলে নেব, অনুদান নয় । সবাই সেই নতুন কাপড় অষ্টমীর দিন স্নান করে পরে মায়ের কাছে নিজের পরিবারের যেমন প্রার্থনা করবেন, আর প্রার্থনা করবেন আরজি করের ডাক্তার বোনের জন্যও । জয়নগরের কুলতলির এই বাচ্চা মেয়েটার জন্য । আর বলবেন মা আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি৷ আমরা যাকে মা, দিদি, বোন, স্ত্রী, কন্যার সম্মান রক্ষা করতে পারি সেই শক্তি দাও.. এই প্রার্থনা করবেন ।’
রাজ্যের হিন্দুদের একজোট হওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলনেতা বলেন,’শেষে একটা কথাই বলবো যো বাটে গা ওহি কাটেগা ৷ আপনারা ভাগ হবেন না৷ সনাতনীরা ভাগ হবেন না । যোগীজি উত্তরপ্রদেশের লোককে শিখিয়েছেন নিজেদের ভারতীয় বলতে, সনাতনী বলতে । জাতপথে ভাগাভাগি করবেন না । আমরা সবাই সনাতনী । আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমরা হিন্দুস্থানে থাকি। এই পরিচয় রাখবেন ভাগ হবেন না । কাটে গা তো বাটে গা… জন্মাষ্টমীর দিন যোগীজি বলেছেন বৃন্দাবনে । এই কথাটা মাথায় রাখবেন । আজকে হরিয়ানাতে আমরা বাটি নি তাই আমাদের কাটতে পারিনি । এই বাংলায় আমরা বেটে আছি তাই আমাদের ওরা কাটে । আমরা বাংলাতে বাটবো না,আর আমাদের কাটতে দেব না ।’
এরপর তিনি বলেন,’হরিয়ানাতে গেরুয়া ঝড়, খবর পেয়ে গেছেন তো ? বাংলাটাও হবে তো?’ প্রসঙ্গত, আজ শুভেন্দু অধিকারীর দুর্গাপূজো উদ্বোধনী অনুষ্ঠান কার্যত জনসভায় রুপান্তরিত হয়৷ প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলে শুভেন্দুর দুর্গাপূজা উদ্বোধনী অনুষ্ঠানে । তার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।।