এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১০ জুলাই : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরে হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সামরিক আগ্রাসনের শিকার ইউক্রেনীয় প্রেসিডেন্ট মনে করেন, মোদির এই সফর শান্তি প্রচেষ্টার জন্য বড় একটি আঘাত। সোমবারই এক্স পোস্টে নিজের হতাশা জানিয়েছেন জেলেনস্কি। মোদীর এই সফরে ক্ষোভ জানিয়েছে আমেরিকাও । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে সোমবার মস্কো যান। মস্কোর উপকণ্ঠে নিজের সরকারি বাসভবন নভো-ওগারিওভোতে তাকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সময় মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন রুশ প্রেসিডেন্ট। নরেন্দ্র মোদীকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান, ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’ (Order of St. Andrew the Apostle) দিয়ে সম্মানিত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । পরে দুই নেতার ক্রেমলিনে দ্বিপক্ষীয় বৈঠক হয় । বৈঠকের পর নরেন্দ্র মোদী টুইট করেছেন,’আজ, প্রেসিডেন্ট পুতিনের সাথে ক্রেমলিনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার সময়, বাণিজ্য, নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি এবং উদ্ভাবনের মতো ক্ষেত্রে ভারতীয়-রাশিয়ান সহযোগিতাকে বহুমুখী করার উপায় নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা পরিবহন সহজলভ্যতা এবং সাংস্কৃতিক বিনিময়কে অত্যন্ত গুরুত্ব দিই ।’
এদিকে সোমবারই রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ভয়ানক বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইউক্রেনজুড়ে একদিনের ৪০ জনের বেশি বেসামরিক লোক প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরও ১৭০ জন। রুশ ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়ে গেছে কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতাল। রাশিয়ার এমন হত্যাকাণ্ডের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফর মেনে নিতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ভারতের প্রধানমন্ত্রীর মস্কো সফরকে ‘বিশাল হতাশার এবং শান্তি প্রচেষ্টায় ধ্বংসাত্মক আঘাত’ বলে মন্তব্য করেছেন তিনি।
নরেন্দ্র মোদীর রুশ সফরের প্রচুর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে । তাতে দেখা যায়, পুতিনের সঙ্গে সহাস্যে করমর্দন ও আলিঙ্গন করছেন মোদী । পুতিনের বাসভবনে বসে চা পান করছেন। নৈশভোজ শেষে বাড়ির প্রাঙ্গণে হেঁটে বেড়াচ্ছেন দুই নেতা। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্স-এর একটি পোস্টে লিখেছেন,’বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশের নেতা এমন একটি দিনে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করলেন। এটি একটি বিশাল হতাশার এবং শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত।’
প্রসঙ্গত,রাশিয়া সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে । এ কারণেই ইউক্রেনে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আহ্বানে সাড়া দিয়ে ভারত কখনোই ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার নিন্দা জানায়নি। যদিও নরেন্দ্র মোদী ইউক্রেনে সংঘাত বন্ধ এবং শান্তি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছিলেন একাধিক বার ।
এদিকে নরেন্দ্র মোদীর সফরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন,’রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ।’একটি সাংবাদিক সম্মেলনে থিউ মিলার বলেন,’প্রধানমন্ত্রী মোদী এই সফর নিয়ে জনসম্মুখে কী বলেন, আমি সেটি দেখবো। আমরা আগেই বলেছি, আমরা রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে আমাদের উদ্বেগ সরাসরি স্পষ্ট করে দিয়েছি।’ মিলার বলেন, ‘আমরা আশা করব যে ভারত কিংবা অন্য কোনো দেশ, যখন রাশিয়ার সঙ্গে যুক্ত হবে, তখন তারা রাশিয়াকে বলবে, দেশটির জাতিসংঘ সনদ সম্মান করা উচিত, ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।’
এদিকে রাশিয়া সফর শেষে অস্ট্রিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন,’ভিয়েনায় আপনার সাথে দেখা করে খুশি, চ্যান্সেলর কার্ল নেহামার। ভারত-অস্ট্রিয়ার মৈত্রী দৃঢ় এবং আগামী দিনে তা আরও মজবুত হবে।’ নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তোলেন কার্ল নেহামার৷ সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন,’ভিয়েনায় স্বাগতম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ! অস্ট্রিয়াতে আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং সম্মানিত । অস্ট্রিয়া এবং ভারত বন্ধু এবং অংশীদার। আমি আপনার সফরের সময় আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনার জন্য উন্মুখ!’