এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,২০ মার্চ : রুশপন্থী ১১টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । তার মধ্যে কয়েকটি দলের বিরুদ্ধে রাশিয়ান সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলার অভিযোগ রয়েছে ৷ এক ভিডিও বার্তায় জেলেনস্কি বেশ কয়েকটি রাজনৈতিক দলের নাম নিয়েছেন । যার মধ্যে রয়েছে বিরোধী দল ‘ফর লাইফ’ । তারা রাশিয়ানপন্থী অন্যতম বড় দল । ইউক্রেনের পার্লামেন্টে তাদের প্রতিনিধিও রয়েছে । অন্য দলগুলো হল,বিরোধী ব্লক, পার্টি অব শারিয়া, আওয়ারস, বামপন্থী বিরোধী দল, ইউনিয়ন অব লেফট ফোর্সেস, ষ্ট্যাট, প্রগ্রেসিভ সোশ্যাইলিস্ট পার্টি অব ইউক্রেন, সোশ্যাইলিস্ট পার্টি ইউক্রেন, সোশ্যাইলিস্ট এবং ভ্লাদিমির সালডো ব্লক প্রমুখ । জেলেনস্কি বলেছেন,’যতদিন সামরিক আইন বহাল থাকবে ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।’
এদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের চতুর্থ সপ্তাহে পড়লেও যুদ্ধ থামার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না । শুক্রবার পশ্চিম ইউক্রেনের একটি ভূগর্ভস্থ অস্ত্র ডিপোকে লক্ষ্য করে রাশিয়া একটি হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র (hypersonic Kinzhal missile) ব্যবহার করেছে বলে দাবি করা হচ্ছে । যদি এটি সত্যি হয় তাহলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে এটিই প্রথম হাইপারসনিক অস্ত্রের ব্যবহার বলে মনে করা হচ্ছে । এখন লড়াই চলছে উপকূলীয় শহর মারিউপোলে (Mariupol) । শনিবার রাশিয়ান বাহিনী শহরটিকে ঘিরে ফেলে । ইউক্রেন অভিযোগ করেছে মারিউপোল থেকে কয়েক হাজার ইউক্রেনীয়কে জোর করে রাশিয়ায় তুলে নিয়ে যাওয়া হয়েছে ।
এদিকে প্রাণ বাঁচাতে ইউক্রেনীয়দের দেশত্যাগ অব্যাহত রয়েছে । জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার রিপোর্ট অনুযায়ী, যুদ্ধের চতুর্থ সপ্তাহে ৩৩ লক্ষের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে । আরও ৬৫ লক্ষ মানুষ ইউক্রেনের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে । শনিবার যুদ্ধের ২৩ তম দিনে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বার্তায় শান্তির আহ্বান জানিয়েছেন ।।