এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ জুন : মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘কুরুচিকর’ ভাষায় আক্রমণ করার অভিযোগে গ্রেফতার হলেন ইউটিউবার রোদ্দূর রায় । মঙ্গলবার দুপুরে গোয়াতে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । নব প্রজন্মের কাছে ‘প্রতিবাদী’ হিসাবে জনপ্রিয় এই ইউটিউবার । তবে তাঁর ভাষা প্রয়োগ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ । অভিযোগ, অনেক ক্ষেত্রে তাঁর ভাষা শালিনতার মাত্রা অতিক্রম যায় ।
শনিবার রোদ্দূর রায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত । তিনি অভিযোগে জানান, ওই ইউটিউবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিমসহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসনকে অত্যন্ত আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন । তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানান শাসকদলের মুখপাত্র ।
অভিযোগ পেতেই এরপর এদিন গোয়াতে রোদ্দূর রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ । তাঁকে ট্রানজিট রিমান্ডে এরাজ্যে আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ।।