এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১১ জুন : নুপুর শর্মার শিরশ্ছেদের প্রতীকী ভিডিও ভাইরাল করার অভিযোগে কাশ্মীরি ইউটিউবার ফয়সাল ওয়ানিকে (Faisal Wani) গ্রেফতার করল পুলিশ । সাফা কাদল থানার (Safa Kadal police station) পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ,’ইউটিউবার ফয়সাল ওয়ানি একটি অপরাধমূলক ভিডিও আপলোড করেছিলেন । যেটি জনসাধারণের শান্তির বিরুদ্ধে এবং সাধারণভাবে জনসাধারণের মধ্যে ভয় ও শঙ্কা সৃষ্টি করেছে । তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে ।’ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ এবং ৫০৬ ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
প্রসঙ্গত,খালি গায়ে তলোয়ার হাতে নূপুর শর্মার একটি ছবি শিরশ্ছেদ করার ভিডিও পোস্ট করেছিলেন ফয়সাল ওয়ানি । ভিডিওটি ভাইরাল হয়ে গেলে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয় । পরে ‘ডিপ পেইন ফিটনেস'(Deep pain Fitness) নামে একটি ভিডিও পোস্ট করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেন ওই ইউটিউবার । তিনি বলেন,’আমি নূপুর শর্মাকে নিয়ে গত রাতে একটি ভিডিও আপলোড করেছি৷ এটি একটি ভিএফএক্স ভিডিও (VFX video) যা সারা ভারতে ভাইরাল হয়েছিল । এতে আমার মতো একজন নিরীহ ব্যক্তি জড়িত ছিল ৷’ তিনি আরও বলেন,’অন্য কোনো ধর্মকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমার কখনোই ছিল না, কারণ ইসলাম আমাদের অন্য ধর্মকে সম্মান করতে শেখায় ।’
তিনি আরও বলেন,’আমি সব ধর্মকে সম্মান করি। হ্যাঁ, আমি সেই ভিডিওটি তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু কোনো কিছু লঙ্ঘন করার কোনো উদ্দেশ্য ছিল না । আমি গতকাল রাতে নিজেই ভিডিওটি মুছে দিয়েছি । আমি এর জন্য ক্ষমাপ্রার্থী । আমি দুঃখিত ।’ এদিকে ফয়সাল ওয়ানির ক্ষমা প্রার্থনার ভিডিও পাবলিশ হওয়ার পরেই শনিবার তাকে পাকড়াও করে পুলিশ ।।