এইদিন ওয়েবডেস্ক,১২ এপ্রিল : ইউটিউবার আরমান মালিকের দুই স্ত্রী । দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিক সম্প্রতি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন । ইউটিউবার তার দ্বিতীয় ছেলের নাম রেখেছেন ‘জাইদ’। একজন হিন্দু হয়ে ছেলের মুসলিম নাম রাখায় অনেকে প্রশ্ন তুলছেন । ফলে ট্রোলড হচ্ছেন এই ব্লগার । সোশ্যাল মিডিয়ায় মানুষের এমন প্রতিক্রিয়া প্রকাশের পরে, আরমান মালিকও এই বিষয়ে তার স্পষ্টীকরণ দিয়েছেন । আরমান মালিক তার সর্বশেষ ভ্লগে বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমি সব ধর্মকে সমান মনে করি। হিন্দু-মুসলমান সবাই ভাই ভাই। আমি কেন আমার সন্তানের নাম জায়েদ রাখলাম তা নিয়ে লোকেরা সমস্যায় পড়েছে, তবে এখন পর্যন্ত, আমি আমার দুই সন্তানের নাম ভিন্ন ধর্মের উপর রেখেছি । আমি তাদের(নবাগত সন্তান) একজনের নাম শিখ এবং একজনের নাম দেব খ্রিস্টান… ভারত যখন এক তখন সব ধর্মও এক…।’ উল্লেখ্য,আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল মালিকও অন্তসত্ত্বা । শীঘ্রই তিনি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন বলে খবর ।
তবে দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার পর সন্তানের নাম দেওয়া নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে এই ইউটিউবারকে । আসলে উচ্ছ্বসিত আরমান সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে সন্তান ও স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে তথ্য দিয়েছিলেন । সেই সঙ্গে ছেলের নামও জানান তিনি । আরমান তার দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করে জানান যে তারা তাদের ছেলের নাম রেখেছেন জায়েদ মালিক । কিন্তু হিন্দু হয়ে ছেলের মুসলিম নাম রাখায় অনেকে ভালো চোখে দেখেননি । তারা প্রশ্ন তুলেছেন, আরমান যখন হিন্দু তাহলে তার সন্তানের নাম মুসলিম রাখলেন কেন?’ এখন প্রথম স্ত্রী যমজ সন্তানের জন্ম দেওয়ার পর আরমান তাদের কি নাম রাখেন সেদিকেই তাকিয়ে আছেন নেটিজেনরা ।।