এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৫ অক্টোবর : বীরভূমের মহম্মদবাজারে দুষ্কৃতীদের গুলিতে খুন হল এক যুবক । পুলিশ জানিয়েছে,মৃত যুবকের নাম সুজয় মন্ডল (৩৫)। তার বাড়ি মহম্মদবাজার থানার অন্তর্গত চন্দ্রপুর গ্রামে । আজ শুক্রবার সকালে একই থানা এলাকার সারান্ডা গ্রামের জাতীয় সড়কের পাশে তাঁর গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই ছিল তার চারচাকা গাড়িটি । খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । জানা গেছে, বেশ কিছুদিন আগে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ । মাত্র দিন কয়েক আগেই জেলা থেকে ছাড়া পেয়েছিল ওই যুবক । অপরাধী চক্রের পুরনো বিবাদ না অন্য কোনো ঘটনার জেরে এই হত্যাকাণ্ড কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।
জানা গেছে,মহম্মদবাজার থানার সারেন্ডা গ্রামে মাসির বাড়ি সুজয় মন্ডলের । বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতেই ছিল সুজয় । মৃতের বাবা শৈলেন মণ্ডল জানান, সন্দীপ নামে এক যুবক ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । পরে তারা জানতে পেরেছেন যে মাসির বাড়িতে ফোন করে তাঁকে রান্না করতে বলেছিল সুজয় । রাত সাড়ে ১০টা নাগাদ মাসির বাড়ি গিয়ে খাবারও খায় । কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত সাড়ে ১২টা নাগাদ ফের মাসির বাড়ি থেকে থেকে বেড়িয়ে যায় । তারপর সে আর বাড়ি ফেরেনি ।
জানা গেছে,আজ সকালে সারেন্ডা গ্রামের অদূরে জাতীয় সড়কের পাশে সুজয়ের স্করপিও গাড়িটি দাঁড় করানো ছিল । তার পাশেই পড়ে ছিল বুকে গুলিবিদ্ধ অবস্থায় তার রক্তাক্ত নিথর দেহটি ৷ খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে । প্রচুর গ্রামবাসী জড়ো হয়ে যায় । পরে মহম্মদবাজার থানার পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।।