এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ সেপ্টেম্বর : খাস কলকাতায় ফের প্রকাশ্যে খুনের ঘটনা ঘটেছে । শনিবার রাতে কল্পকাতার নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় একটা চায়ের দোকানে বসে থাকার সময় নাসিমুদ্দিন খান নামে এক যুবকের বুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালিয়ে যায় দুই বাইক আরোহী দুষ্কৃতী । যুবক রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় রাজ্যের আইনশৃংখলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন, ‘এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান !’
তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে ঘটনাস্থলে মৃতদেহ পড়ে থাকা অবস্থার একটা ভিডিও পোস্ট করে লিখেছেন,’এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান ! খাস নিউটাউন এলাকায় রাম মন্দির আইল্যান্ড সংলগ্ন স্থানে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে হত্যা এক ব্যক্তিকে। বাইকে করে এসে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতি আকস্মিকভাবে গুলি করে চলে যায় ওই ব্যক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দুর্ভাগ্যের বিষয়, হত্যাকারী আততায়ীদের খোঁজ এখনো পায়নি রাজ্যের পুলিশ। এ রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অক্ষম আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং তাঁর অনুগত পুলিশ প্রশাসন। তাঁর কুশাসনে নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষও।’
মৃত নাসিমুদ্দিন খান ইট ও কয়লার ব্যবসা করতেন বলে জানা গেছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই সুপারি কিলার দিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতকদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।