এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ জুলাই : উত্তর দিনাজপুর জেলার চোপড়ার তৃণমূল নেতা তাজিমূল ইসলামের ‘ইনসাফ’ সভার নামে স্ত্রী-পুরুষদের নির্মমভাবে মারধরের ঘটনায় তোলপাড় গোটা দেশ । তারই মাঝে এরাজ্যে গনধোলাইয়ের ঘটনা সমান তালে চলে যাচ্ছে । দিন কয়েক আগে ঝাড়গ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে । হুগলি জেলার তারকেশ্বরে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে । এবারে খাস কলকাতার বুকে গনধোলাইয়ের শিকার হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা এক ব্যক্তি । তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলার জেরে সোমবার সন্ধেয় মহম্মদ ইস্তাক নামে ওই ব্যক্তিকে কলকাতার খিদিরপুরের একটি গেস্ট হাউসের সামনে রাস্তায় ধরে বেশ কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে বলে অভিযোগ । ভাঙচুর করা হয় গেস্ট হাউসেও ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় একবালপুর থানার পুলিশ । পুলিশ জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে ওই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় একবালপুরের একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । আক্রান্ত ব্যক্তি শাহজাদ আলি, নওশাদ ও মহম্মদ আব্বাস নামে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ।
ঘটনার বিবরণে আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে । তা নিয়ে বচসা থেকে হাতাহাতি শুরু হয় । সেই সময় আরও কয়েকজন এসে তার উপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়ে ব্যাপক মারধর করে । প্রাণ বাঁচাতে তিনি গেস্ট হাউসের ভিতরে ঢুকে যান । কিন্তু সেখানে ঢুকেও তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷।