দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ মে : বৃষ্টির পর বাড়ি ফিরছিলেন বছর একুশের এক যুবক । সেই সময় রাস্তার কাদায় পা পিছল কাটে । কাদায় পড়ে যাওয়া থেকে বাঁচতে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে টানা দেওয়া ধাতব তার(wire) ধরেন তিনি । কিন্তু বিদ্যুতের লাইনের সঙ্গে ওই তারের শর্ট সার্কিট হয়ে যাওয়ায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল ওই যুবকের । বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার চুড়পুনি গ্রামে । মৃত যুবকের নাম সুমন মণ্ডল ।
এদিকে যুবকের মৃত্যুর পর বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এলাকায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি দলীয় কর্মসূচিতে আসা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির জন্য দিন রাত এক করে পরিশ্রম করেছিল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা । অভিষেকের যাতে কোনো দূর্ঘটনা না ঘটে সেই কারনে তার যাত্রাপথের বিদ্যুৎ লাইন নিমেষের মধ্যে মেরামতি করে দেওয়া হয় । কিন্তু এর বাইরে বিদ্যুৎ লাইনের মেরামতির তেমন কোনো আগ্রহই দেখা যায়না বিদ্যুৎ দপ্তরের । বিশেষ করে কাটোয়ার চুড়পুনি গ্রামের বহু জায়গাতেই বিদ্যুতের তার বিপজ্জনক ভাবে দিনের পর দিন ধরে ঝুলে আছে । অথচ সেই বিদ্যুৎ লাইনের মেরামতির বিষয়ে কোনো আগ্রহই দেখা যায় না বিদ্যুৎ দপ্তরের । দপ্তর যদি ঠিকমত রক্ষণাবেক্ষণে নজর দিত তাহলে এই দূর্ঘটনা এড়ানো সম্ভব হত বলে মনে করেছেন গ্রামবাসীরা । তারা বিদ্যুৎ দপ্তরের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।
জানা গেছে,চুড়পুনি গ্রামের বাসিন্দা সুনীল মণ্ডল ও মনিতা দেবীর বড় ছেলে সুমন । বীরভূমের নানুরের একটি আইটিআই কলেজ থেকে সদ্য পাশ করেছিলেন ওই যুবক । তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজন ও গ্রামবাসী ।।