এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ মে : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ফের গঙ্গানদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল । আজ শুক্রবার দুপুরে কাটোয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা পাপাই চট্টোপাধ্যায় (৩০) নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেছেন । পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগ তল্লাশি শুরু করেছে । কিন্তু সন্ধ্যা পর্যন্ত যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি ।
জানা গেছে,কাটোয়া বাসস্ট্যান্ডে বেকারি সামগ্রীর দোকান রয়েছে পাপাইয়ের। বাড়িতে রয়েছেন বাবা মা স্ত্রী এবং তিনবছরের এক সন্তান। বাবা মা দুজনেই রোগে আক্রান্ত। পুরো সংসার পাপাইয়ের উপর নির্ভরশীল ছিল। আজ দুপুরে কাটোয়ার মরিঘাটে নদীতে স্নান করতে গিয়েছিলেন তিনি । ঘাটের কাছে সাইকেল ও পোশাক রেখে তিনি নদীতে স্নান করতে নামেন । কিন্তু স্নান করার সময় তিনি তলিয়ে যান । দুর থেকে কয়েকজন বিষয়টি লক্ষ্য করেন। তাঁরা ছুটে এসে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন । কিন্তু ব্যার্থ হন তারা । পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগ এসে তল্লাশি শুরু করে ।
প্রসঙ্গত,কাটোয়ার গঙ্গার ঘাটগুলি খুবই বিপজ্জনক অবস্থায় আছে । চলতি বছরের ফেব্রুয়ারী মাসে শিবরাত্রি উপলক্ষ্যে দাঁইহাটে গঙ্গাস্নান করতে গিয়ে সুমন সাহা (২১) ও অর্ঘ্য সাহা (২২) নামে দুই যুবক তলিয়ে যান । এর আগে গত বছরের এপ্রিল মাসে কাটোয়ার মরিঘাটে স্নান করতে নেমে গভীর ঘাদে তলিয়ে গিয়ে মৃত্যু হয় সুমন মণ্ডল নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর । ২০২৩ সালের নভেম্বর মাসে কাটোয়ার দেবরাজ ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় অভিষেক সিং (১৭) ও দীপঙ্কর মুখোপাধ্যায় (১৭) নামে দুই কিশোর । পরে তাদের নিথর দেহ উদ্ধার হয়। কাটোয়ায় প্রায়ই গঙ্গা নদীতে স্নান করতে নেমে প্রাণহানির ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন বা শাসকদলের কোনো হেলদোল নেই । এনিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।।

