এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ ডিসেম্বর : বিয়ের কার্ড দেখিয়ে জামিন পেল অস্ত্র আইনে ধৃত কলকাতার যুবক । ধৃত যুবক হল আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার বাসিন্দা সৈয়দ শাকিব আলি ওরফে শাহরুখ । জানা গেছে,অস্ত্র আইনের একটি পুরনো মামলায় গত শনিবার বৌবাজার থানা এলাকা থেকে শাকিবকে সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছিল । অপর অভিযুক্ত হল কামরান খুরশিদ । পাশাপাশি পোস্তা থানা এলাকা থেকে একই অভিযোগে বিজয় পাসোয়ান, মুকেশ পাসোয়ান, ফারুক আলম এবং সৈয়দ আফ্রিদি নামে আরও চারজনকে গ্রেফতার করা হয় । ধৃত ৬ জনকে রবিবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল । বাকি ৫ জনকে ২৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হলেও শাকিবের পুলিশ হেফাজত ২০ ডিসেম্বর পর্যন্ত মঞ্জুর করেন বিচারক ।
জানা গেছে,পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে সৈয়দ শাকিব আলির আইনজীবী তার মক্কেলের বিয়ের কার্ড দেখিয়ে আদালতের কাছে দাবি জানান যে আগামী ২৩ ডিসেম্বর তার বিয়ে, কার্ডও ছাপানো হয়ে গেছে । তাই মানবিক কারনে তার মক্কেলের জামিন মঞ্জুর করা হোক । এরপর বিচারক শাকিব আলিকে ৫০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন । তবে সরকারি আইনজীবী অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানিয়েছিলেন । কিন্তু তা খারিজ করে দেন বিচারক । এই মামলার শুনানি ১৭ জানুয়ারী ধার্য করা হয়েছে ।।