এইদিন ওয়েবডেস্ক,ইয়র্কশায়ার,১১ নভেম্বর : ব্রিটেনের রাজা চার্লস ও রানী কনসর্ট ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারার অভিযোগে আটক করা হল এক যুবককে । ধৃতের নাম প্যাট্রিক থেলওয়েল(২৩) । বুধবার উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে গিয়েছিলেন রাজা ও রানী । তাঁরা শহরের ক্যাথেড্রাল, ইয়র্ক মিনিস্টার পরিদর্শন করেন । রাজার মা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের একটি মূর্তিও উন্মোচন করা হয়েছিল । রাজা চার্লস ও ক্যামিলাকে ইয়র্ক শহরে স্থানীয় নেতারা অভ্যর্থনা জানান । তারপর স্থানীয় বাসিন্দারা যখন রাজার সঙ্গে করমর্দন করছিল সেই সময় হঠাৎ ভিড়ের মধ্য থেকে ওই যুবক রাজা রানীকে লক্ষ্য করে ৩-৪ টি ডিম ছোড়েন । তবে রাজারানীর গায়ে ডিম লাগেনি । ঘটনার পরেই উত্তর ইয়র্কশায়ার পুলিশ থেলওয়েলকে আটক করে ।
যদিও রাজা কোথাও গেলে তাঁর কাছ থেকে ৫০০ মিটার দূরে থাকা এবং জনসমক্ষে ডিম বহন না করার শর্তে যুবককে ছেড়ে দেওয়া হয় ।
অভিযুক্ত যুবক ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া । কিন্তু কেন এই কাজ করলেন তিনি ? উত্তরে প্যাট্রিক থেলওয়েল বলেন,’“আমি যা করেছি ঠিক করেছি । কারণ আমি রাজতন্ত্র বিশ্বাস করি না। আমি সকল মানুষের সমতায় বিশ্বাস করি ।’।