এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তোলপাড়ের মাঝেই পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা সমানে ঘটে চলেছে । এবারে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার গরাগাছা গ্রামে গ্রাম্য পূজো দেখতে আসা বছর কুড়ির মানসিক প্রতিবন্ধী এক তরুনীকে টেনে বাড়িতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠল ওই গ্রামেরই বাসিন্দা এক মদ্যপ যুবকের বিরুদ্ধে । এই ঘটনায় বাবলু দাস নামে অভিযুক্ত যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ । আজ বুধবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
জানা গেছে,নির্যাতিতা তরুনীর বাড়ি মঙ্গলকোট থানা এলাকার একটা গ্রামে । কাটোয়া থানার গরাগাছা গ্রামে তার মামার বাড়ি । শনিবার গরাগাছা গ্রামে ‘গাছপুজো’ এর অনুষ্ঠান ছিল । এই পূজো উপলক্ষে প্রতি বছর এই সময়ে প্রচুর ধুমধাম হয় গ্রামে । পূজোর দিনেই মায়ের সঙ্গে মামারবাড়ি এসেছিলেন ওই তরুনী ।
ঘটনার বিবরণে জানা গেছে,মঙ্গলবার সকালে মামারবাড়ি থেকে বের হয়ে গ্রামে ঘরতে বের হয় মানসিক প্রতিবন্ধী ওই তরুনী । নিজের খেয়ালেই গ্রামে ঘুরছিল সে । সেই সময় সে উধাও হয়ে যায় । এদিকে দীর্ঘক্ষণ মেয়েটি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন । তারপর তারা দুপুর দেড়টা নাগাদ গরাগাছা দিঘিরপাড়ে বাবলু দাসের বাড়িতে গেলে আপত্তিকর অবস্থায় তাকে দেখে ফেলে । এদিকে ঘটনার কথা চাওড় হতেই প্রচুর লোকজন সেখানে জড়ো হয়ে যায় । ক্ষিপ্ত জনতা বাবলু দাসকে ধরে গনধোলাই দেয় । ঘটনার সময় সে মদের নেশায় চুর হয়েছিল বলে জানা গেছে । খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় । পরে নির্যাতিতা তরুনীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে ।।