এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ ফেব্রুয়ারী : গোহত্যার অভিযোগে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ । টাইমস নাউ-এর প্রতিবেদনে জানা গেছে,ধৃত যুবকের নাম আফতাব আহমেদ ওরফে লুকমান । উত্তর দিল্লির গুলাবিবাগ এলাকায় গোহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । ধৃতের বিরুদ্ধে কৃষি গবাদি পশু সংরক্ষণ আইন,পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে বলে রবিবার জানিয়েছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) সাগর সিং কালসি ।
প্রতিবেদনে অনুযায়ী, উত্তর দিল্লির গুলাবিবাগ এলাকায় রোশনারা আন্ডারপাসের কাছে গত ৭ ফেব্রুয়ারী গরুর বেশ কিছু দেহাংশ পড়ে থাকতে দেখা গিয়েছিল । স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ । পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আফতাব আহমেদ ও তার হোন্ডা সিটি গাড়িটি চিহ্নিত করে । শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় ।
পুলিশ সূত্রে খবর,আফতাব একজন দাগি দুষ্কৃতী । তার বিরুদ্ধে রোহিণীসহ বিভিন্ন থানাতে গুরুতর ধারায় মামলা রয়েছে । ২০২২ সালে ওয়েলকাম এবং শাস্ত্রী পার্ক থানায় অস্ত্র আইন, ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা হয়েছিল আফতাব আহমেদের বিরুদ্ধে ।।