প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ জুলাই : পরিবারের সবাই স্পোর্টস ম্যান।ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নিয়ে সোনা কিংবা রুপো অথবা ব্রোঞ্জপদক জয় করাই তাঁদের একমাত্র লক্ষ্য।সেই লক্ষ্যে ইতিমধ্যেই পৌছে গিয়েছেন মা ও ভাই।এবার পরিবারের খুদে মেয়েও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা ও রুপোর পদ জয় করে সবাইকে তাকা লাগিয়ে দিল।পূর্ব বর্ধমানের কালনার খুদে ওই ক্রীড়া তারকার নাম সমৃদ্ধি চৌধুরি । ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এই ছাত্রী উড়িষ্যায় অনুষ্টিত জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগীতা অংশ নিয়ে সোনা ও রূপোর পদক জয় করেছে।সমৃদ্ধির এই সাফল্যে যারপরনাই খুশি তাঁর বাবা,মা,ভাই ও কালনার ক্রীড়া প্রেমী মহল ।
কালনার ধাত্রীগ্রামে বাড়ি সমৃদ্ধি চৌধুরির । তাঁর বাবা সুমন চৌধুরী কালনার অকালপৌষ এপিজি হাইস্কুলের শারীরশিক্ষার শিক্ষক। সমৃদ্ধি মেমারির গন্তার বিএম হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।সমৃদ্ধি জানিয়েছে গত ২৫-২৭শে জুন উড়িষ্যায় অনুষ্ঠিত হয় “ফোর্থ স্টুডেন্টস অল গেমস অ্যাক্টিভিটিস ডেভলপমেন্ট ফাউন্ডেশন ন্যাশানাল চ্যাম্পিয়ণশিপ”।বাবা সুমন বাবু,মা মৌমিতাদেবী ও ভাই ঐশিক এর অনুপ্রেরনায় সে ওই প্রতিযোগীতায় অংশ নেয় ।সমৃদ্ধি জানিয়েছে,প্রতিযোগিতায় তাইকোন্ডো ২৫ কেজি বিভাগে প্রথম স্থান অর্জন করে সে সোনার পদক পায়।এছাড়াও অনুর্ধ ১৪-বিভাগে ৬০০ মিটার দৌড় প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান লাভ করে সে রূপোর পদক পেয়েছে।খুদে বয়সেই মেয়ে সমৃদ্ধি এই সাফল্য খুশি তাঁর বাবা ,মা ও ভাই সহ গোটা কালনাবাসী।এদিন সমৃদ্ধি বাড়ি ফিরতেই তাকে শুভেচ্ছা ও সম্বর্ধনায় ভরিয়ে দেন ধাত্রীগ্রামের বাসিন্দারা ।
সুমন চৌধুরি জানিয়েছেন,’তিনি শরীর শিক্ষার শিক্ষক।খেলাধুলা অত্যন্ত ভালো বাসেন।তাই তিনি তাঁর ছেলে, মেয়ে এমনকি স্ত্রীকেও শরীর চর্চা ও ক্রীড়া বিষয়ে উদ্বুদ্ধ করেন । সমৃদ্ধির মা মৌমিতা ও ছেলে ঐশিক ইতিপূর্বে জাতীয় স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় ব্রোঞ্জ ও রূপোর পদক জয় করছে ।পদক প্রাপ্তিতে বাকি ছিল শুধু মেয়ে সমৃদ্ধি ।সেও জাতীয় স্তরের প্রতিযোগীতায় অংশ নিয়ে সোনা ও রুপোর পদক লাভ করলো।মেয়ের এই সাফল্য পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছেন । সুমনবাবু জানান,’তাঁর মেয়ে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাতেও নামতে চায় ।’.সমৃদ্ধি জানিয়েছে,,খেলাকে অাঁকড়েই সে আগামী দিনে আরও এগিয়ে যেতে যায় ’।কালনার ক্রীড়া প্রেমীরা দাবী করেছেন ,খেলাধুলা ও শরীর চর্চাকে শুধু অাঁকড়ে ধরাই নয় । চৌধুরী পরিবারের সকল সদস্যরা নিয়মকরে প্রতিদিন অনুশীলনও করেন । আর সেটাই তাঁদের সাফল্যের চাবিকাঠি ।।