এইদিন ওয়েবডেস্ক,বুদগাম,২৩এপ্রিল : মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় শুক্রবার জুমার নামাজের পর নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়ছিল বেশ কিছু লোকজন । নিরাপত্তাবাহিনী পালটা তাড়া করলে সব ছুটে পালায় । আর সেই সময় সুখনাগ নালায় (Sukhnag Nallah) ডুবে যায় বছর কুড়ির যুবক শাবির আলী মীর । পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
জানা গেছে,বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম হওয়া এলইটি কমান্ডার ইউসুফ কান্তরুর আদি বাড়ি হাসি ভাট লাওয়াইপোরা (Gund Hasi Bhat Lawaypora) গ্রামে । আর ওই গ্রামের বাসিন্দা আলি মোহাম্মদ মিরের ছেলে শাবির আলী মীর । ইউসুফ কান্তরু খতম হওয়ার পরেই চাপা ক্ষোভ ছিল গ্রামে । আর তারই প্রতিফলন দেখা গেল শুক্রবার জুমার নামাজের পরে । কিন্তু পাথর ছোড়ার সময় নিরাপত্তাবাহিনীর পালটা তাড়া খেয়ে বেঘোরে প্রাণ গেল ওই যুবকের ।।