এইদিন ওয়েবডেস্ক,সান্তা ক্যাটারিনা,০৬ এপ্রিল : দক্ষিণ ব্রাজিলের সান্তা ক্যাটারিনা রাজ্যের একটি প্রিস্কুলের ৪ শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে ২৫ বছর বয়সী এক যুবক । নিহতদের মধ্যে ৩ জন ছেলে এবং একজন মেয়ে । তাদের প্রত্যেকের বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে । আহতদের মধ্যে দুই মেয়ের উভয়ের বয়স পাঁচ বছর এবং দুই ছেলের মধ্যে একজন ৩ বছর ও অপরজন ৫ বছর বয়সী । বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে । আহত শিশুদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ব্লুমেনাউ শহরের গুড শেফার্ড সেন্টার নামে পরিচিত ওই বেসরকারি প্রিস্কুলে হামলার ঘটনাটি ঘটেছে । বুধবার সকালে শিশুরা যখন স্কুলের ভিতরে বাগানে খেলা করছিল সেই সময় হাতে একটি কুড়ুল নিয়ে সীমানা প্রাচীর টপকে স্কুলে ঢোকে হামলাকারী যুবক । সে একের পর এক শিশুর মাথায় কুড়ুলের কোপ বসাতে শুরু করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ শিশুর । কেউ কিছু বুঝে ওঠার আগেই হামলাকারী পাঁচিল টপকে বাইকে চড়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে । ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা হামলাকারীকে “দানব” আখ্যা দিয়ে ঘটনার নিন্দা করেছেন । ঘটনার পর ৩ লাখ ৬০ হাজার জনবহুল ব্লুমেনাউ শহরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে । শহরে ৩০ দিনের শোক ঘোষণা করে স্কুল এবং ইস্টার সানডে উদযাপন বাতিল করা হয়েছে ।
তবে ব্রাজিলে এই ধরনের নৃশংসতার ঘটনা এই প্রথম নয় । সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলে স্কুলে হিংসাত্মক হামলার ঘটনা বেড়েই চলেছে। গত সপ্তাহে সাও পাওলোর একটি স্কুলে ছুরির হামলায় ১৩ বছর বয়সী এক কিশোর একজন শিক্ষককে হত্যা করে ।গত বছর নভেম্বরে এস্পিরিটো সান্তো রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আরাকরুজের দুটি স্কুলে ১৬ বছর বয়সী একজন বন্দুকধারীর জোড়া হামলায় চারজন নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছিল । তবে ২০১১ সালে স্কুলে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছিল । তখন ১২ জন শিশুর মৃত্যু হয় । রিও ডি জেনিরো নামে এক ব্যক্তি শহরতলির রিওলেঙ্গোতে তার প্রাক্তন প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা চালিয়ে ওই শিশুদের হত্যা করে । তারপরে সে আত্মহত্যা করে ।
এরপর ২০১৭ সালে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জানউবারের প্রিস্কুলের একজন প্রহরী মদ্যপ অবস্থায় একদল শিশুকে আগুনে পুড়িয়ে দেয়। তাতে ৯ জন শিশু এবং একজন শিক্ষককের মৃত্যু হয় । আহত হয় প্রায় ৪০ জন । কর্তৃপক্ষ বলেছে যে হামলাকারী মানসিক সমস্যায় ভুগছিল এবং সেও মারা গেছে । ব্রাজিলের সাউদাদেসের একটি প্রিস্কুলে ২০২১ সালে একজন ১৮ বছর বয়সী ব্যক্তির ছুরি হামলায় ৩ জন শিশু এবং ২ জন স্কুল কর্মীর মৃত্যু হয়েছিল । একই রাজ্য বুধবার ফের হামলার ঘটনা ঘটেছে ।।