এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ আগস্ট : কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ বা গনধর্ষণের পর ও হত্যার বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে,১২ দিনের মধ্যে ২ বার অধ্যক্ষ বদল করা হল । সন্দীপ ঘোষের পদত্যাগের পর সুহৃতা পালকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছিল । কিন্তু তাকেও অপসারণ করা হয়েছে। তাকে বারাসত সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে । এছাড়া হাসপাতালের সুপার ও বক্ষ বিভাগের প্রধানকেও অপসারণ করা হয়েছে। স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ মিছিলের পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অধ্যাপক মানস কুমার বন্দোপাধ্যায় এখন আরজি কর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হবেন। এর আগে তিনি বারাসত সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন ।পাশাপাশি ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকেও সন্দীপ ঘোষকে সরানো হয়েছে ।
প্রতিবাদী চিকিৎসকরা ২১ আগস্ট স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দেখা করেন। এ সময় অনেক দাবি পেশ করা হয়। এর মধ্যে অন্যতম দাবি ছিল, হাসপাতালে ভাংচুরের দিন প্রশাসনিক পদে থাকা সব কর্মকর্তাকে অপসারণ করতে হবে । ১৪ ই আগস্ট গভীর রাতে, ডাক্তারদের বিক্ষোভের মধ্যে একটি জনতা আরজি কর হাসপাতাল ভাংচুর করে। তাতেও শাসদদল,পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে৷
এদিকে, আরজি কর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট বুলবুল মুখোপাধ্যায়কে তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়েছে। এখন তাকে হাসপাতালের ফিজিওলজি বিভাগের অধ্যাপক করা হয়েছে। বুলবুল মুখোপাধ্যায়কেও সিবিআই তলব করেছিল । বুধবার দুপুরে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । একই সময়ে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে পর পর ষষ্ঠ বার তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন । গত শুক্রবার থেকে সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে একই সঙ্গে চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক অরুণাভ দত্ত চৌধুরীকে আরজি কর হাসপাতাল থেকে সরিয়ে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দেবে সিবিআই । পাশাপাশি সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে ।।