এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০২ নভেম্বর : গত ৫ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পর থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসার পর বাংলাদেশ এখন ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলির নিয়ন্ত্রণে । তারপর থেকে বাংলাদেশী মুসলমানদের মধ্যে ব্যাপক পরিমাণে হিন্দু এবং ভারতবিদ্বেষী মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে । বাংলাদেশের হিন্দুদের উপর হামলা তো হচ্ছেই তার সঙ্গে ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করে অবমাননা করছে বাংলাদেশ মুসলিমরা । এবারে ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানালো বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির একজন বর্ষীয়ান নেতা ।
বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভীর একটা বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভারতকে বিদ্রুপ করে রুহুল কবির রিজভীকে বলতেছোনা গেছে,’আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নতমানের । আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে । কলকাতা থেকে যদি দিল্লি যান তাহলে দেখবেন যে একেবারে উন্মুক্ত প্রাঙ্গন । সেই জায়গায় আমাদের এখানে অত্যন্ত উন্নতমানের স্যানিটেশন সিস্টেম । আপনি গ্রামেগঞ্জে যাবেন সেখানে সাধারণ মানুষ কমোড ব্যবহার করছে।’
ভারতের সামরিক তৎপরতা নিয়ে কটাক্ষ করে ওই বিএনপি নেতা বলেছেন, ‘তারা এমনও বলছে… আমি বিভিন্ন ইউটিউবে দেখলাম যে তারা নাকি সার্জিক্যাল অপারেশন করবে । তো কি মনে করে আমাদের ? আপনারা সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো ? আমরা আঙুল চুষতে থাকবো ?’ পাশাপাশি ইসকন সম্পর্কে তিনি বলেন, ‘ইসকন বলে একটি সংগঠন, আমরা জানি একটা ধর্মীয় সংগঠন । কিন্তু হঠাৎ তারা এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন ? তাদের এত আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে ? এরা কারা ? এদেরকে তো আমাদের নতুন করে চিনতে হবে ।’এদিকে রাজ্য বিজেপির যুব মোর্চার সহ-সম্পাদক তরুনজ্যোতি তিওয়ারি এক্স-এ লিখেছেন,’১৯৭১ সালে পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশের জন্ম দিয়েছিল ভারত৷ পাকিস্তান আর্মির প্যান্ট খুলে নেওয়া হয়েছিল আর বর্তমান বাংলাদেশের লুঙ্গি খুলতে বেশি সময় লাগবে না।’।