এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ সেপ্টেম্বর : গতকাল জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভায় মেটেলী ব্লকের কিলকোট চা বাগানে দুর্গাপূজার বোনাসের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের উপর পুলিশের ন্যাক্কারজনক আচরণের মুহুর্তের ভিডিও পোস্ট করে নিন্দায় সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই ভিডিওতে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে দিতে লাঠি হাতে মহিলাদের ধাওয়া করতে দেখা গেছে পুলিশ আধিকারিককে। আজ সোমবার ফের এক পুলিশের অশ্রাব্য ভাষায় গালাগালির একটা ভিডিও পোস্ট করেছেন তিনি । ভিডিওতে এক পুলিশ আধিকারিককে জনৈক যুবকদের উদ্দেশে বলতে শোনা যায় : “এখানে “হিন্দু মুসলিম মারাতে এসেছো, পেছনে ঢুকিয়ে দেবো তোমাদের”৷ শুভেন্দুর শেয়ার করা ভিডিওতে ইউনিফর্ম পরা ওই পুলিশ আধিকারিকের জামার বুক পকেটে লেখা নেমপ্লেটে দেখা যায় “সুজন কুমার রায় ও ইনস্পেকটর অফ পুলিশ” লেখা আছে । শুভেন্দু অধিকারী জানান,তিনি মেটিয়াবুরুজ বিধানসভার রবীন্দ্রনগর থানার আইসি । তিনি পুলিশ আধিকারিকের এহেন আচরণকে ‘ভাইপোর ডায়মণ্ড হারবার মডেলের’ অন্যতম চরিত্র হিসাবে ব্যাখ্যা করেছেন ।
কিন্তু ঘটনাটি কি ?
এই বিষয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘মেটিয়াবুরুজ মণ্ডল ৩ এর বিজেপির কর্মী ও কার্যকর্তারা দুর্গা পুজোয় একটা ছোট বুক স্টল দিয়েছে, এবং ঐ স্টল থেকে পুজো উপহার হিসেবে কিছু নতুন বস্ত্র মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছিলো। ব্যস ওমনি কীর্তিমান আইসি – সুজন কুমার রায় এবং এস. আই – সেক কবির এসে ইচ্ছাকৃত প্রোগ্রামের ব্যাঘাত ঘটানোর জন্যে পুলিশি সন্ত্রাস চালায়। সাথে কীর্তিমান আইসির উক্তি ছিলো – “পেছনে ঢুকিয়ে দেবো তোমাদের সব”।’ তিনি ঘটনার তীব্র নিন্দা করে লিখেছেন,’এই ঘটনার তীব্র নিন্দা করি। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন পুলিশ দিয়ে বিজেপির সেবাদানে বাধা দেবেন আপনি পারবেন না। আপনাকে নন্দীগ্রামে আটকেছি এবার পশ্চিমবঙ্গে আটকে দেবো।’
https://twitter.com/SuvenduWB/status/1972551122075226587?t=9zD9bEqpwa9VZJHULeGwng&s=19
ভিডিওতে গলায় গেরুয়া উত্তরীয় ঝোলানো কয়েকজনকে কার্যত ঘার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে দেখা যায় । সেই সময় শিশুসন্তানকে কোলে নিয়ে মঞ্চের চেয়ারে বসে থাকা এক মহিলাকে চরম আতঙ্কিত অবস্থায় দেখা যায় । পুলিশের এই প্রকার গুন্ডামি দেখার পর তিনি আতঙ্কিত হয়ে আস্তে আস্তে সেখান থেকে সরে যান । যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এইদিন ।।