এইদিন ওয়েবডেস্ক,নয়ডা(উত্তরপ্রদেশ),০৮ আগস্ট : মহিলাকে হেনস্থা এবং কটূক্তির অভিযোগে স্বঘোষিত বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগীর বাড়ির অবৈধ নির্মাণ ভাঙল যোগী আদিত্যনাথের পুলিশ ৷ নয়ডার সেক্টর ৯৩ গ্র্যান্ড ওম্যাক্স হাউজিং সোসাইটির বাসিন্দা এক মহিলার সঙ্গে গাছ লাগানো নিয়ে অশান্তি হয় ত্যাগীর । তার জেরে তিনি মহিলাকে রীতিমতো হেনস্থা এবং কটূক্তিও করেন । সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে । তাতে দেখা গেছে সুর সপ্তমে চড়িয়ে মহিলাকে শাসাচ্ছেন শ্রীকান্ত ত্যাগী । এমনকি রবিবার রাতে ত্যাগীর সাঙ্গপাঙ্গরা সোসাইটিতে ঢুকে পড়ে মহিলাকে হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ । এদিকে ঘটনার কথা চাওড় হতেই নড়েচড়ে বসে নয়ডা পুলিশ । শ্রীকান্ত ত্যাগীর বিরুদ্ধে পঞ্চশীল থানায় আইপিসি-এর ৩৫৪ ধারায় একটি এফআইআর নথিভুক্ত করে পুলিশ ।
নয়ডার পুলিশ কমিশনার অলোক সিং বলেছেন, ‘গ্রান্ড ওম্যাক্স সোসাইটিতে ঢুকে পরা ৭ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন,এই এই ঘটনায় সেন্ট্রাল নয়ডা ফেজ ২ এর এসএইচও সুজিত উপাধ্যায়ের গাফিলতি ছিল বলে তদন্তে জানা গেছে । তাঁকে বরখাস্ত করা হয়েছে । আক্রান্ত পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে বলে তিনি জানান । তবে মূল অভিযুক্ত শ্রীকান্ত ত্যাগী পলাতক । তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
জানা গেছে,ওম্যাক্স হাউজিং সোসাইটিতে বসবাস করেন ওই মহিলা । আবাসন চত্বরে গাছ লাগানো নিয়ে শ্রীকান্ত ত্যাগীর সঙ্গে ওই মহিলার বচসা হয়েছিল । আর তখনই ত্যাগীর ওই মহিলাকে হেনস্থা করেন বলে অভিযোগ । তার জেরে এদিন গ্র্যান্ড ওম্যাক্স সোসাইটিতে ত্যাগীর গ্রাউন্ড ফ্লোরের অ্যাপার্টমেন্টের বাইরের অবৈধ নির্মান বুলডোজার দিয়ে ভেঙে দেয় নয়ডা প্রশাসন । নয়ডার পুলিশ কমিশনার অলোক সিং জানিয়েছে, শ্রীকান্ত ত্যাগীর বিরুদ্ধে গ্যাংস্টার আইনে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর সমস্ত সম্পত্তি অবৈধ বলে চিহ্নিত করা হবে । এদিকে ত্যাগীকে দলের কেউ নয় বলে সাফ জানিয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব । নির্যাতিতা মহিলাকে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ন্যাশনাল কমিশন ফর উইমেন ।।