এইদিন ওয়েবডেস্ক,কুশিনগর(ইউপি),০৯ ফেব্রুয়ারী : সরকারি জমি দখল করে বেআইনিভাবে নির্মাণ করা উত্তরপ্রদেশের (UttarPradesh) কুশিনগরের (Kushinagar)বিখ্যাত মাদনি মসজিদ (Madani Mosque)বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল যোগী আদিত্যনাথের প্রশাসন৷ এমনকি থানা ও পৌরসভার জমি দখল করে মসজিদের একাংশ তৈরি হয়েছিল বলে খবর । সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অভিযোগের পর গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শুরু হয়। মসজিদ কমিটিকে তিনটি নোটিশও করে প্রশাসন । কিন্তু কমিটি কোনও জবাব দেয়নি। মানচিত্র জমা না দেওয়ায় মসজিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নোটিশ জারি করে প্রশাসন। নোটিশ পেতেই মুসলিম পক্ষ হাইকোর্টে যায়। হাইকোর্ট ৮ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো পদক্ষেপের উপর নিষেধাজ্ঞা জারি করে । আদালতের সেই সময়কাল শেষ হওয়ার পরের দিনই, আজ রবিবার প্রশাসন বিশাল পুলিশ বাহিনী এবং প্রায় অর্ধ ডজন বুলডোজার নিয়ে এসে হাটা শহরে অবস্থিত মাদনি মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দেয় ।
বলা হচ্ছে যে এই মসজিদের বয়স প্রায় ২৫ বছর। এর মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৯৯ সালে। যখন এর নির্মাণ শুরু হয়েছিল, তখন মাত্র দুটি তলার পরিকল্পনা অনুমোদিত হয়েছিল। পরবর্তীতে, নিয়ম-কানুন উপেক্ষা করে, মসজিদের জন্য চারটি তলা এবং নিচতলা নির্মাণ করা হয়। এর পরে, লোকেরা যখন এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করে, তখন তিনি প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রশাসন বলছে, মসজিদের নামে কোনও জমি নেই। মুসলিম দলের নামে মাত্র ১৫টি জমি আছে। বাকি ২৩ একর পৌরসভার জমি দখল করে এই মসজিদটিকে আরও বড় করা হচ্ছিল। পৌরসভা বারবার এ বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু মুসলিম তাতে কান দেয়নি ।।

