এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,০২ মে : কুখ্যাত মাফিয়া আতিক আহমেদের জবরদখল করা জায়গায় বাড়ি নির্মান করে দরিদ্র মানুষদের হাতে তুলে দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । উত্তরপ্রদেশের লুকেরগঞ্জে রয়েছে আতিক আহমেদের দখলে থাকা ওই জায়গাটি । লুকেরগঞ্জের স্থানীয় বাসিন্দারা জানান, এই জমি এক সময় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের দখলে ছিল। এটি ছিল দাউদের পৈতৃক জমি এবং এই জমিতে তার বাংলো নির্মাণ করেছিল দাউদ । দাউদ ভারত ছেড়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার পর জায়গাটির দখল নেয় ডেভিড । সে আম গাছ সহ বিভিন্ন গাছপালা বসিয়ে জায়গাটি পরিপাটি করে গড়ে তুলেছিল । পরে ওই জায়গা সমাজবাদী পার্টির(এস পি) প্রাক্তন সাংসদ মাফিয়া আতিক আহমেদের দখলে চলে যায় । প্রয়াগরাজে আতিক খুন হওয়ার আগেই জায়গাটি দখলমুক্ত করে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন প্রশাসন ।
লুকেরগঞ্জের স্থানীয় এক বাসিন্দা সংবাদ মাধ্যমের কাছে বলেন, আতিকের কবল থেকে এই জমি মুক্ত করার কথা কেউ ভাবতে পারত না । যোগী আদিত্যনাথ রাজ্যে ক্ষমতায় আসার পর আতিক আহমেদের অবৈধ দখল থেকে ওই জমি খালি করা হয়। এখন ওই জায়গায় দরিদ্রদের আবাসন তৈরির কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে এখানে ঘর নির্মাণ শুরু হয়েছে। বর্তমানে এখানে ৭৬টি বাড়ি তৈরি হচ্ছে ।
জানা গেছে,মাফিয়া আতিক আহমেদের জবরদখল করা ওই জায়গাটির পরিমান ১৭৩১ বর্গমিটার । প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সেখানে আবাসন নির্মানের কাজ চলছে । ৭৬টি বাড়ির পাশাপাশি প্রকল্পের আওতায় রয়েছে একটি কমিউনিটি হল এবং একটি ছোট পার্ক । প্রতি বাড়ির দাম পড়বে সাড়ে তিন লাখ টাকা করে । ইতিমধ্যে প্রায় সাড়ে ছয় হাজার দরিদ্র মানুষ আবেদন করেছেন । এমতাবস্থায় প্রশাসনের তরফ থেকে লটারি পদ্ধতিতে লোকদের বাড়ি বন্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ।।