এইদিন ওয়েবডেস্ক,ইয়েমেন,২০ নভেম্বর : ভারতের গুজরাটের একটি বন্দরের দিকে আসা ইসরায়েলের কার্গো জাহাজ “গ্যালাক্সি লিডার”কে হাইজ্যাক করেছে ইয়েমেনি হুথি সন্ত্রাসীরা । ইয়েমেনের উপকূলের কাছে আসতেন ৫২ জন ক্রু মেম্বার সঙ্গে সহ জাহাজটির দখল নেয় হুথিরা ।
সূত্রের খবর, হুথিরা হেলিকপ্টার ব্যবহার করে এই জাহাজের ডেকে তাদের বাহিনী অবতরণ করেছিল।
আল-মায়াদিন নেটওয়ার্ক এর আগে জানিয়েছে যে ইয়েমেনি নৌবাহিনী লোহিত সাগরে একটি ইসরায়েলি জাহাজের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
তথ্য অনুযায়ী, এই জাহাজে ৫২ জন ক্রু মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে । ওয়াকিবহাল সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের পরিচয় এখনও জানা যায়নি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ইয়েমেন।
এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন যে দেশটির নেতৃত্বের নির্দেশে এবং ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার জন্যই এই অভিযান চালানো হয়েছে । ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বিবৃতি প্রকাশ করেছে জানিয়েছে যে কার্গো জাহাজটি হাইজ্যাক করা একটি অত্যন্ত গুরুতর ঘটনা।
এদিকে, ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান সামরিক স্থাপনা এবং এই দেশের যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়েছে । গাজায় ইসরাইলি অভিযানে পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আগের চেয়ে বেড়েছে ।।