এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৫ মে : কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা তথা জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ইয়াসিন মালিকের বুধবার পাটিয়ালা হাউস কোর্টে সাজা ঘোষণা হল । মালিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে । অন্যদিকে ইয়াসিন মালিকের এই মামলার দিকে পাকিস্থানের এক ব্যক্তির তীক্ষ্ণ নজর ছিল । তিনি আর কেউ নন,বরঞ্চ সাম্প্রদায়িক মানসিকতা দোষে দূষ্ট পাকিস্থান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি । সাজা ঘোষণা হতেই ভারতের নিন্দায় সরব হয়েছেন তিনি ।
টুইটারে ভারতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আফ্রিদি । তিনি লিখেছেন, ‘নির্লজ্জ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সমালোচনামূলক কণ্ঠস্বরকে নীরব করার জন্য ভারতের অব্যাহত প্রচেষ্টা নিরর্থক । # ইয়াসিন মালিকের বিরুদ্ধে মনগড়া অভিযোগ # কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে রুখতে রাখতে পারবে না । কাশ্মীরের নেতাদের বিরুদ্ধে অন্যায্য ও বেআইনি পদক্ষেপের দিকে নজর দেওয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন করছি ।’
প্রসঙ্গত,সন্ত্রাসবাদী কার্যকালাপে অর্থায়নের অভিযোগ রয়েছে ইয়াসিন মালিকের বিরুদ্ধে । ২০১৭ সালের ওই মামলায় সম্প্রতি তাঁকে দোষী সব্যস্ত করে এনআইএর আদালত । এদিন সাজা ঘোষণা হয় । এনআইএ মালিকের মৃত্যুদণ্ডের দাবি করেছিল । শেষ পর্যন্ত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক । ইয়াসিন মালিককে তিহার জেলের ৭ নম্বর জেলে রাখা হবে বলে জানা গেছে ।।