এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ জানুয়ারী : ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে আধমরা করে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার নির্দেশদাতা মসজিদের ইমাম ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশ। ধৃত ওই ইসলামি চরমপন্থী ইমাম দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। সে পার্শ্ববর্তী কাশর এলাকায় শেখবাড়ী মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করে ।
দিপু চন্দ্র দাসের নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করে দিপুকে গনধোলাই দিয়ে আধমরা করার পর নগ্ন করে দড়ি দিয়ে টেনেহিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটা গাছ থেকে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয় । গত ১৮ ডিসেম্বর হত্যার পর ইয়াছিন আরাফাত চম্পট দেয় । ১২ দিন পলাতক অবস্থায় ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসায় সে লুকিয়ে থাকছিল । এরই মধ্যে ওই সন্ত্রাসী সুফফা মাদ্রাসায় শিক্ষকতার জন্য যোগদান করে৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানান।
আব্দুল্লাহ আল মামুন বলেন, দিপু হত্যা মামলায় এখন পর্যন্ত ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের পুলিশের রিমান্ডে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ৯ জন ১৬৪ ধারা অনুযায়ী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ।।

