এইদিন ওয়েবডেস্ক,লাহোর,২২ ফেব্রুয়ারী : উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মরণে প্রতি বছর লাহোরে ‘ফয়েজ উৎসব’ অনুষ্ঠিত হয় । এবারে ওই অনুষ্ঠানে যোগ দিতে গেছেন প্রবীণ চিত্রনাট্যকার ও লেখক জাভেদ আখতার । ফয়েজ উৎসবের পর আখতারকে হোস্ট করেন পাকিস্তানি গায়ক আলী জাফর । অনুষ্ঠানে ২৬/১১ মুম্বাই হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাভেদ আখতার ।
তাঁর বক্তব্যের একটি ভিডিও জিএনএন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে । যেখানে আখতার বলেছেন, ‘আমাদের একে অপরকে দোষারোপ করা উচিত নয়, এতে কিছু সমাধান হবে না ।’ তিনি বলেন,’আমি মুম্বাইয়ের মানুষ। আমাদের শহরে হামলার আমি সাক্ষী । হামলাকারীরা নরওয়ে বা মিসরের নয় । তারা আপনার দেশেই ঘুরে বেড়ায় । তাই যদি হিন্দুস্তানিদের হৃদয়ে ক্ষোভ থাকে তবে আপনি এটিকে দোষ দিতে পারবেন না ।’ এদিকে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সন্ত্রাসবাদের নিন্দা করায় জাভেদ আখতারের প্রশংসা করেছেন নেটিজেনরা ।।