আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ অক্টোবর : সম্প্রতি কংক্রিটের নিকাশি নালা নির্মান করে দিয়েছিল স্থানীয় পঞ্চায়েত । কিন্তু নির্মানের ত্রুটির কারনে নালা দিয়ে এক ফোঁটা জল নিকাশ হয় না । এদিকে নিম্নচাপের লাগাতার বৃষ্টিপাতের কারনে টইটম্বুর অবস্থা জলাশয়ের । বর্তমানে জলের চাপ এতটাই বেড়ে গেছে যে, জলাশয়ের পাড়ের ঘরবাড়িগুলিতে জল ঢুকে পড়েছে । প্লাবিত হয়ে গেছে যাতায়তের রাস্তাটিও । ফলে কার্যত জলবন্দি হয়ে পড়েছে ওই জলাশয়ের পাড়ের বাসিন্দারা । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার চন্ডিপুর গ্রামের দাসপাড়ার । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই জলাশয়ের পাড়ের বাড়িগুলি সব মাটির তৈরি । অবিলম্বে জল নিকাশির ব্যাবস্থা না করা হলে বাড়িগুলি দেওয়াল যে কোনও সময় ধ্বসে গিয়ে প্রাণহানীর ঘটনা ঘটে যেতে পারে । অবিলম্বে জলাশয়ের জল নিকাশির ব্যাবস্থা করার দাবি জানিয়েছেন দাসপাড়ার বাসিন্দারা ।
বামুনারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্ডিপুর গ্রাম । চন্ডীপুর মৌজায় ১১৯৩ দাগে পুরনো পুকুর নামে একটি বড়সড় জলাশয় রয়েছে । জলাশয়ের মালিক জনৈক রায় পরিবার । নস্করী প্রসাদ রায় নামে পরিবারের এক সদস্য তাঁর ভাগের পুকুরের পাড়ের অংশটি বেশ কয়েক বছর আগে বিক্রি করে দিয়েছেন । তারপর ওই জায়গার উপর ১৫-১৭ টি পরিবার কাঁচা বাড়ি নির্মান করে বসবাস করতে শুরু করেন । বর্তমানে সেটি একটি ছোটখাটো পাড়ার আকার নিয়েছে । ওই পাড়াটিকে দাসপাড়া হিসাবেই চেনেন চন্ডিপুর গ্রামবাসী ।
দাসপাড়ার বাসিন্দা মিঠু দাস, পূর্ণীমা দাসরা বলেন, ‘পুকুরের জল নিকাশির জন্য সম্প্রতি বামুনারা পঞ্চায়েত থেকে একটি পাকা নিকাশি নালা করে দেওয়া হয় । কিন্তু নালাটির উচ্চতা এতটাই বেশি করা হয়েছে সেটা দিয়ে আদপেই জল নিকাশ হয় না । এদিকে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারনে পুকুরের জল উপচে বাড়িতে ঢুকে গেছে । যাতায়তের রাস্তাটাও জলের তলায় । ফলে আমরা খুব বিপাকে পড়ে গেছি । অবিলম্বে জল নিকাশির ব্যবস্থা না করা হলে মাটির বাড়িঘর ভেঙে গিয়ে প্রাণহানী পর্যন্ত হতে পারে ।’ জল নিকাশির জন্য বিকল্প ব্যাবস্থার পাশাপাশি চলাচলের রাস্তাটি কংক্রিটের করার দাবি তুলেছেন গ্রামবাসীরা । এদিকে চন্ডিপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দাদের মধ্যে এনিয়ে অসন্তোষের সৃষ্টি হতেই নড়েচড়ে বসেছে স্থানীয় পঞ্চায়েত । জানা গেছে,পঞ্চায়েতের উপপ্রধান পরিস্থিতি খতিয়ে দেখে গেছেন । পুকুরের জল নিকাশির ব্যবস্থা করার পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে